ত্রিদিব রায়ের বিরুদ্ধে দেয়া হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ

Published: 23 May 2017   Tuesday   

প্রয়াত চাকমা রাজা ত্রিদিব রায়ের বিরুদ্ধে দেয়া হাইকোর্টের রায় অবিলম্বে বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ করেছে নির্যাতিত নীপিড়িত পার্বত্যবাসী নামের একটি সংগঠন।


বিক্ষোভ মিছিলটি রাঙামাটি পৌর সভা চত্ত্বর থেকে শুরু হয়ে জেলা প্রশাসন কার্যালয় গিয়ে শেষ। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে আয়োজন করা হয়। এতে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন ওই সংগঠনের নেতা জাহাঙ্গীর কামাল, কাজী জালোয়া, আবু বক্কর মোল্লা প্রমুখ।


সমাবেশে বক্তারা মহামান্য হাইকোর্টের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সমাবেশ থেকে নেতৃবৃন্দ অবিলম্বে হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দিয়ে পার্বত্য চট্টগ্রামের রাজকারদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুশিয়ারী উচ্চাররণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত