রাঙামাটিতে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মাঝে সমাজসেবা অধিদপ্তরের চেক বিতরণ

Published: 24 May 2017   Wednesday   

বুধবার রাঙামাটিতে বিভিন্ন উপজেলার  ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস ও স্ট্রোকে আক্রান্ত ৭জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে মোট ৩লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

 

জেলা সমাজসেবা কার্যালয় থেকে ২০১৬-২০১৭ অর্থ বছরের (২য় কিস্তি)  জেলার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মাঝে চেয়ারম্যান কক্ষে চেক বিতরণ করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।  

 

এ সময় জাতীয় সমাজ সেবা পরিষদের সদস্য ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, পুলিশ বিভাগের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি পারভেজ আলী, সমাজ সেবা বিভাগের সহকারী পরিচালক রুপনা চাকমা, উচ্চমান সহকারী দিলিপ কুমার চাকমা’সহ সমাজসেবা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

রোগের চিকিৎসার্থে প্রতিজনকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয় সদর উপজেলার স্বর্ণটিলা মুসলিম পাড়ার মোঃ ফরিদ, আসামবস্তী এলাকার শিমুল বড়–য়া, গর্জনতলী এলাকার গীতা ত্রিপুরা, কাউখালী উপজেলার চৌধুরী পাড়ার মোঃ হাবিবুল জাকারিয়া চৌধুরী, বড়ডলু পাড়ার আটুশি মারমা, লংগদু উপজেলার মারিশ্যারচর এলাকার মোঃ রুহুল আমিন এবং লংগদু যুবলক্ষী পাড়ার নূর হোসেনকে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত