পার্বত্যাঞ্চলে উন্নয়ন ও পর্যটনের নামে বন ধ্বংস করা হচ্ছে -সন্তু লারমা

Published: 24 May 2017   Wednesday   

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) অভিযোগ করে বলেছেন, সরকারের পৃষ্ঠপোষকতায় পার্বত্য চট্টগ্রামে বন ধংস করা হয়েছে। উন্নয়ন নামে ও পর্যটনের নামে বন ধ্বংস করা হচ্ছে। ফলে পার্বত্য চট্টগ্রামের বনভুমি হারিয়ে যাচ্ছে। এর নৈতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।

 

তিনি আরো বলেন,পার্বত্য চট্টগ্রাম চুক্তি পরবর্তী সময়ে আঞ্চলিক পরিষদের সম্মতি উপেক্ষা করে সরকার জোর করে সংরক্ষিত বনে উন্নয়নের নামে সড়ক করা হয়েছে। এর ফলে বন উজাড় হয়েছে।


বুধবার রাঙামাটিতে ডুলুছড়ি ভিলেজ কমন ফরেষ্ট বিষয়ক পুস্তক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অবিযোগ করেন।


পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার ও আরণ্যক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে পুস্তকের উপর প্রবন্ধ পাঠ করেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের অধ্যাপক মোস্তফা ফিরোজ। বক্তব্য রাখেন রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক রাকিবুল হাসান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সিনিয়র নির্বাহী কর্মকর্তা সুবর্ণা চাকমা, আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ, রাঙামটি সদর উপজেলা চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, ভিসিএফ সংগঠক থোয়াই অং মারমা প্রমূখ।

 

সন্তু লারমা আরো বলেন, কাপ্তাই বাঁধ নির্মাণের সময় পার্বত্য চট্টগ্রামে বিস্তৃর্ণ বনের অকারণে লাখ লাখ বড় বড় গাছ কেটে ফেলা হয়েছে। যে অংশ জলমগ্ন হবে না সে অংশেরও গাছ কেটে ফেলা হয়েছে। এসব গাছ কোন কাজে লাগেনি বরং মাটিতে পচে নষ্ট হয়ে গেছে। বর্তমানে গাছ কাটা অব্যাহতভাবে চলছে এগুলো বন্ধ করা না গেলে পার্বত্য অঞ্চলের বন সম্পূর্ণ উজাড় হয়ে জনজীবনে মারাত্মক ক্ষতি হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত