বেতবুনিয়ায় কার্যালয়ের সাইনবোর্ড খুলে নেয়ায় ইউপিডিএফে’র নিন্দা ও প্রতিবাদ

Published: 24 May 2017   Wednesday   

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কার্যালয়ের সাইনবোর্ড খুলে নেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)।

 

বুধবার বিভিন্ন গণমাধ্যমে পাঠানো ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় দাবী করা হয়, বুধবার দুপুরের দিকে কাউখালি উপজেলার বেতবুনিয়া বাজারে ইউপিডিএফের কার্যালয়ে ইউপিডিএফ কর্মীদের খোঁজার নামে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা সেখানে যায়। এসময় কার্যালয়টি বন্ধ থাকায় কাউকে না পাওয়ায় সাইন বোর্ডটি খুলে নিয়ে যায়।


প্রেস বার্তায় আরো বলা হয়, গণতান্ত্রিক একটি দেশে যে কোন সংগঠনের দেশের যে কোন প্রান্তে কার্যালয় থাকবে, প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাবে তা খুবই স্বাভাবিক ঘটনা। প্রজাতন্ত্রের নাগরিক হিসেবে তা সংবিধান প্রদত্ত মৌলিক গণতান্ত্রিক অধিকারও বটে।

 

প্রেস বার্তায় অবিলম্বে ইউপিডিএফের বিরুদ্ধে সকল প্রকার রাজনৈতিক দমন-পীড়ন বন্ধএবং দেশের সংবিধানকে সমুন্নত রেখে দেশ পরিচালার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত