লামায় সরই কেয়াজুপাড়া বাজারে অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাই

Published: 25 May 2017   Thursday   

লামার ক্যায়াজু পাড়া বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৪ টি দোকান ও ৬টি সৌর বিদ্যুৎ সোলার পুড়ে গেছে। বৃহস্পতিবার  দিবাগত রাত আড়াই টায় উপজেলার সরই ইউনিয়নে এ ঘটনা ঘটে।  অগ্নিকান্ডে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা।

 

ক্ষতিগ্রস্ত দোকানদাররা জানান, উপজেলার সরই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজারের প্রবেশ মুখে ব্রীজ সংলগ্ন নূরুল ইসলাম প্রকাশ বৈদ্যর চায়ের দোকান হতে আগুনের সুত্রপাত হতে পারে। বুধবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ীতে যাওয়ার সময় অসতর্ক অবস্থায় চুলার আগুন পরিপূর্ণভাবে নিভিয়ে যায়নি। গভীর রাতে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা আগুনের পোড়া গন্ধ পেয়ে ঘুম উঠে দেখে দোকানে আগুন জ্বলছে। আগুন নেভানোর অনেক চেষ্টা করলেও আগুন নেভাতে পারেননি। এ সময় আছাফুর রহমানের দর্জির দোকান, নুরুল ইসলামের চায়ের দোকান, মেনরুং মুরুং কীটনাশকের দোকান ও গিয়াস উদ্দিনের মুদি দোকানে সম্পূর্ণ আগুনে পুড়ে যায়।

 

সরই ইউপি চেয়ারম্যান ফরিদুল ইসলাম জানান, আছাফুরের দর্জি দোকানে প্রায় তিন লক্ষাধিক টাকার কাপড় ও চারটি সেলাই মেশিন, মেনরুং মুরুংয়ের বীজ ও বিষের দোকানের নগদ টাকা ও প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল, গিয়াস উদ্দীনের মুদির দোকানে নগদ টাকাসহ ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। এছাড়া ৪টি দোকানে ৬টি সৌর বিদ্যুৎ পুড়ে যায়। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩০ লক্ষ টাকা বলে ধারনা করা হচ্ছে।

 

এ ব্যাপারে লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ক্যায়াজুপাড়া বাজারে অগ্নিকান্ডের চারটি দোকান ও ৬ টি সোলার প্যানেল পুড়ে যাওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত