পূজগাং মূখ উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

Published: 25 May 2017   Thursday   

বৃহস্পতিবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পূজগাং মূখ উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ২০১৬-২০১৭ অর্থ বছরের ৬৫ লাখ টাকার দিয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এটি বাস্তবায়নাধীন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন  খাগড়াছড়ি আসনের সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, সদস্য খগেশ্বর ত্রিপুরা, সদস্য শতরুপা চাকমা, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাশেম,পানছড়ি উপজেলা আ’লীগের সভাপতি বাহার মিয়া।

 

ভিত্তি প্রস্তর স্থাপন শেষে পূজগাং উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন  কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ির জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, সদস্য খগেশ্বর ত্রিপুরা, সদস্য শতরুপা চাকমা, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাশেম, পূজগাং মূখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তি ময় চাকমা, খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার এসএম অনীক চৌধুরী, পানছড়ি উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক জয়নাথ দেব প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক বিজয় কুমার দেব।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত