৪০ কোটি টাকা বকেয়া পাওনার দাবিতে মানববন্ধন চন্দ্রঘোনা পেপার মিলস’র ঠিকাদাদের

Published: 25 May 2017   Thursday   

কর্ণফূলী পেপার মিল কর্তৃপক্ষের কাছে প্রায় ৪০ কোটি টাকা পাওনা আদায়ের দাবিতে বৃহস্পতিবার রাঙামাটির কাপ্তাইয়ে মানববন্ধন করেছে কর্ণফুলী পেপার মিলের কাচাঁমাল সরবরাহকারি এসোসিয়েশন।

 

চন্দ্রঘোনাস্থ লিচুবাগান চট্টগ্রাম-কাপ্তাই সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ঠিকাদার ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, ঠিকাদার ফরিদ আহম্মদ, জমির আহম্মদ, বাবুল বড়–য়া, পেয়ারুল ইসলাম, মোঃ আলী তালুকদার, সাংবাদিক ইলিয়াছ, মহিউদ্দিন রোকন, শাহজাহান প্রমুখ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, গেল দুই অর্থবছর ধরে ৪০ কোটি টাকা বকেয়া বিল আটকে রেখেছে মিল কর্তৃপক্ষ। এতে করে অর্ধশত ঠিকাদারসহ প্রায় দুই লক্ষ শ্রমিক তাদের পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিনানিপাত করছে।

 

বক্তারা আগামী রমজানের মধ্যে উক্ত বকেয়া বিল পরিশোধের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনে নামার হুমকি দেয়া হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত