সরকারের উন্নয়নে কোন সন্ত্রাসী দল বা কেউ বাধা হলে শক্ত হাতে দমন করা হবে-পার্বত্য প্রতিমন্ত্রী

Published: 25 May 2017   Thursday   

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, লামার মানুষদের শিক্ষা ও স্বাস্থ্য সেবায় এগিয়ে নিতে হবে। পাহাড়ে উন্নয়নের বিষয়ে বিশেষ নজর রয়েছে প্রধানমন্ত্রীর। ২০২১ সালে দেশকে মাধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে যে সব বিষয়গুলো রোড ম্যাপ করে কাজ করছে সরকার, আর তার সকল ছোঁয়া লাগবে পার্বত্য এলাকায়। বর্তমানে বান্দরবানের লামায় সকল সেক্টরে উন্নয়ন কাজ চলছে। তবে সরকারের এই উন্নয়নে কোন সন্ত্রাসী গ্রুপ বা কেউ বাধা হলে তা শক্ত হাতে দমন করা হবে।


বৃহস্পতিবার লামা উপজেলার সরই ইউনিয়নে ইউনিয়নে আয়োজিত  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন ।


লুলাইং বাজার মাঠে সরই ইউপি চেয়ারম্যান ফরিদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, লামা-আলীকদম জোন কমান্ডার লেঃ কর্ণেল মাহাবুব আলম পি.এস.সি, সহকারী জেলা প্রশাসক (রাজস্ব) হারুণ-অর রশীদ, বান্দরবানের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, এলজিইডি জেলা নির্বাহী প্রকৌশলী, , লামা পৌর সভার মেয়র মোঃ জহিরুল ইসলাম,গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াই চিং র্মামা, লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন প্রমূখ।

 

এর আগে প্রতিমন্ত্রী সকাল ৮টায় লামার সরই এলাকায় পৌছানোর পর প্রথমে তিনি সরই বাজারে আগুন লেগে পুড়ে যাওয়া ৪টি দোকানের ক্ষতিগ্রস্তদের খবর নেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত প্রত্যেক্ষ জনকে নগদ ৩ হাজার টাকা ও ১ বান ঢেউটিন বিতরণ করেন।


এরপর প্রতিমন্ত্রী সরই এলাকায় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালের ভিত্তিপ্রস্তর, ৪টায় হাসনাভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন, সরই ইউনিয়ন পরিষদ হতে হাসনাভিটা পর্যন্ত রাস্তার ভিত্তিপ্রস্তর, সরই হাইস্কুলের সম্প্রসারিত ভবন, হাসনাভিটা ধুমছাপাড়া সড়ক ও সরই এলাকায় নতুন ১১ হাজার বিদ্যুৎ লাইনের উদ্বোধন করেন। এয়াড়া প্রতিমন্ত্রী সরই ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত জনসভায় যোগদান করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত