কাপ্তাইয়ের নতুন বাজারে অগ্নিকান্ডে দুইটি বসতবাড়ি পুড়েছে

Published: 28 May 2017   Sunday   

রাঙামাটির কাপ্তাইয়ের নতুন বাজার এলাকায়  রোববার সকাল ১১ টার দিকে অগ্নিকান্ডে নতুনবাজারের ব্যবসায়ী  খোকন চৌধুরীর দুইটি বসতবাড়ি আসবাবপত্র সহ নুরুল কবিরের একটি বাড়ি সম্পুর্ণ  পুড়ে গেছে।

 

কাপ্তাই নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাগর চক্রবর্তী জানান, খোকন চক্রবর্তীর তিনতলা ঘরের ছাত্রদের মেসের গ্যাসের চুলা থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।অগ্নিকান্ডের ফলে ব্যবসায়ী খোকন চৌধুরীর তিন তলা ঘরের দুইটি ফ্ল্যাট এবং নুরুল কবিরের ঘরের ব্যবহৃত কোন কিছু বাঁচানো সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান ৫ লাখ টাকা বলে ধারনা।

 

এদিকে সকালে  আাগুন লাগার সাথে সাথে স্থানীয় জনগন,পুলিশ এবং বিজিবির  সহোযোগিতায় কাপ্তাই ফায়ার সার্ভিস এবং কাপ্তাই নৌবাহিনী ফায়ার সার্ভিস  গিয়ে ৩০ মিনিটের মধ্যে আাগুন নিয়ন্ত্রনে  আনতে সক্ষম হয়।  অগ্নিকান্ডের খবর পেয়ে কাপ্তাই উপজেলা পরিষদ চেয়্যারম্যান দিলদার হোসেন সহ প্রশাসন,পুলিশ,এবং বিজিবির প্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে যান। তাৎক্ষনিকভাবে কাপ্তাই ইউনিয়ন পরিষদ এবং কাপ্তাই ১৯ বিজিবির পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবার এবং ছাত্রদের মাঝে লুঙ্গি,গামছা এবং নগদ অর্থ প্রদান করা হয়।।

 

স্থানীয় ইউপি চেয়্যারম্যান আব্দুল লতিফ জানান, নৌবাহিনীর ফায়ার সার্ভিস না আসলে নতুন বাজারের ৩শ এর উপরে দোকানপাট বাঁচানো সম্ভব হতো না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত