লামায় মোটর সাইকেল চালকের লাশ উদ্ধার

Published: 28 May 2017   Sunday   

বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ডাঃ হালিমের রাবার বাগান থেকে শনিবার রাতে মোঃ কামাল(৪২) নামের এক মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত কামাল উদ্দিন(৪২) সরই ইউনিয়নের ৮নং ওয়ার্ডেও হিমছড়ি পাড়ার মৃত আজু মিয়ার ছেলে এবং পেশায় ভাড়ায় একজন মোটরসাইকেল চালক।

 

মোটরসাইকেল চালক কামালের ছোট ভাই মোঃ জামাল উদ্দিন বলেন, গেল শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে ক্যায়াজু পাড়া বাজার থেকে গজালিয়ার গাইন্ধা পাড়ায় অনুষ্ঠিত গানের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে যাত্রী পরিচয়ে দুইজন লোক মোটরসাইকেল চালক কামাল উদ্দিনকে গজালিয়ার উদ্দেশ্যে ভাড়ায় নিয়ে আসে। কামাল উদ্দিন রাতে বাড়ীতে না আসায় তার স্ত্রী সখিনা বেগম চিন্তিত হয়ে পড়ে তার আত্মীয় স্বজনদেও জানান। রাত পেরিয়ে সকালেও কামাল বাড়ীতে ফিওে না যাওয়ায় আত্বীয়-স্বজনসহ স্থানীয় লোকজন খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাগনের পাশে রাস্তায় কামালের স্যান্ডেল পড়ে থাকতে দেখে গজালিয়া ইউনিয়নের ডাঃ হালিমের রাবার বাগানে খোঁজাখুজি কওে রাস্তা থেকে ১শত ফুট দূরে কামালের ক্ষত অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কামালের মৃত দেহ উদ্ধার করে।

 

নিহতের স্ত্রী সখিনা বেগম ও ভাই জসিম উদ্দিন বলেছেন, কি কারণে তার ভাইকে হত্যা করা হয়েছে এ বিষয়ে তারা কিছুই জানেন না। তারা ভাইয়ের মৃত্যুতে হতাশ ও শংকিত রয়েছেন। তারা ৬ ভাই ৩ বোনের মধ্যে কামাল সব চাইতে বড়। তিনি তার ভাইয়েরাহত্যাকান্ডের সুস্থ বিচারের দাবী জানান।

 

খবর পেয়ে গজালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ(আই.সি) মোঃ হাতেম আলী ও গজালিয়া ইউপি মেম্বার মিজানুর রহমানের  সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, ঘটনাস্থলে পৌঁছে সকলের সম্মুখে মোটর চাইকেল চালক মোঃ কামালের লাশ উদ্ধার করে। এ সময় তারা কামালের কান থেকে রক্ত ঝরতেও শরীওে আঘাত দেখা পান। 

 

লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেছেন, মোটরসাইকেলটি গজালিয়ার একটি বাগান থেকে রোববার সকালে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি পরিকল্পিত হত্যাকান্ড মনে হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে। থানায় মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার কওে ময়না তদন্তের জন্য বান্দরবান সদও হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত