বরকলে দেশীয় চোলাই মদসহ আটক ১

Published: 28 May 2017   Sunday   

রাঙামাটির বরকল উপজেলা সদরের বাজার সংলগ্ন লঞ্চ ঘাটে একটি দেশীয় ট্রলার বোট তল্লাসী করে ১শ ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ একজনকে আটক করেছে পুলিশ।  আটক ব্যক্তির নাম বেল্লাল হোসেন। সে  ভূষণছড়া ইউনিয়নের আমতলা গ্রামের আব্দুল সাত্তার হাওলাদারের ছেলে।

 

 পুলিশ জানায়, দীর্ঘ সময় ধরে রাঙামাটি থেকে মদ এনে বেল্লাল হোসেন এলাকায় মদের ব্যবসা শুরু করেছেন। ছোট হরিণা বাজারে মদ পাচার করছে বলে গোপন সংবাদ পাওয়ার পর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় গোপন সংবাদের খবর পেয়ে বরকল থানার এস আই জীবন রায় চৌধুরীর নেতৃত্বে রাঙামাটি থেকে ছোটহরিণার উদ্দেশ্য আসা একটি দেশীয় ট্রলার বোট বাজারের লঞ্চ ঘাটে থাময়ে তল্লাসী করলে ১শ ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ মোঃ বেল্লাল হোসেন (৩২) কে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেল্লালের সহযোগি মহিউদ্দিন (৩৬) পালিয়ে গেছে। তার বাড়ি রির্জাভ বাজারের শরিয়তপুর গ্রামে।

 

মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই আমিনুল ইসলাম জানান, আসামী বেল্লালের বিরুদ্ধে বরকল থানায় ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনী ২০০৪ এর ২২(গ) ধারায় মামলা হয়েছে। (মামলা নং-০৪,২৭/০৫/২০১৭)। তাকে আদালতে চালান  দেয়া হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

           

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত