ঘুর্ণিঝড় মোরা’র কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌ যান চলাচল বন্ধ

Published: 29 May 2017   Monday   
no

no

ঘুর্ণিঝড় মোরার কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে সকল প্রকার নৌ যান চলাচল বন্ধ রাথার আদেশ দিয়েছে জেলা প্রশাসন। সোমবার মধ্যরাত ১২ টা থেকে ঘুর্ণিঝড় মোরা উপকুল অতিক্রম না করা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এছাড়া ঘূর্নিঝড়ের আঘাতে যাতে জানমালের ক্ষয়ক্ষতি না হয় সে জন্য রাঙামাটিতে ১৬ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

সোমবার বিকালে  জেলা প্রশাসনে অনুষ্ঠিত জরুরী দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।


রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু শাহেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, এএসপি সদর সার্কেল জাহাঙ্গীর আলম সহ জরুরী সেবা প্রদানকারী সংস্থার প্রধান সহ অন্যাণ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

রাঙামাটি জেলা প্রশাসন ঘুর্ণিঝড় মোরা মোকাবেলায় অনুষ্ঠিত জরুরী সভায় জানানো হয়, ঘুর্ণিঝড় এর কারণে নৌপথে প্রাকৃতিক দূর্ঘটনা কমাতে মঙ্গলবার রাঙামাটির কাপ্তাই হ্রদের জেলা শহর ও উপজেলার সকল রুটে যাত্রী ও পন্য পরিজহনের এবং পর্যটকবাহী সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ রাখা হবে।

 

ঘুর্ণিঝড় মোরা মোকাবেলায় জেলা শহরে ১৬টি আশ্রয়কেন্দ্র খোলা রাখা হয়েছে। জেলার সকল ইউএনও ও প্রকল্প কর্মকর্তাগণকে সার্বক্ষনিকভাবে প্রস্তুত রাখা হয়েছে।


এছাড়াও দূর্যোগ মোকাবেলায় জেলার গুরুত্বপূর্ন ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, আনসার ব্যাটালিয়ন, পিডিবি, শিক্ষা, স্কাউট, পুলিশসহ সাতটি প্রতিষ্ঠানকে সার্বক্ষনিকভাবে প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করা হয়।


বিকেল তিনটায় অনুষ্ঠিত এই বৈঠকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন শহিদ তালুকদার, জেলার ত্রাণ কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সুমনী আক্তারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত