রাঙামাটিতে ঘুর্ণিঝড় মোরা’র তান্ডবে গাছ চাপায় নিহত ২,শতাধিক ঘরবাড়ী বিধ্বস্থ

Published: 30 May 2017   Tuesday   

ঘুর্ণিঝড় মোরা’র তান্ডবে বসত ঘরের উপর গাছ চাপা পড়ে রাঙামাটি শহরে এক স্কুল ছাত্রী ও অপর এক নারীর মৃত্যু হয়েছে। নিহত স্কুল ছাত্রীর নাম জাহিদা সুলতানা নাহিমা ও অপর নারী হাজেরা বেগম(৪৫)।


মঙ্গলবার সকালে ঘুর্ণিঝড় শুরু হলে শহরের ভেদভেদী ও আসামবস্তী এলাকায় বসত ঘরের উপর গাছের ডাল ভেঙ্গে পড়লে গাছ চাপা পড়ে ঘটনাস্থলে দ্জুনই মারা যান।


এদিকে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঘুর্ণিঝড় মোরা আঘাত হানে। তিন ঘন্টা ব্যাপী ঘুর্ণিঝড়ের তান্ডবে রাঙামাটি শহরের দুই শতাধিক ঘরবাড়ী বিধ্বস্থ হয়েছে। বসতঘর ও রাস্তার উপর ভেঙ্গে পড়েছে গাছ পালা। ক্ষতি সাধিত হয়েছে ক্যাবল টিভির লাইন ও টেলিফোন লাইন ও মোবাইল টাওয়ার। বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্থ হওয়ায় রাঙামাটি শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।


এ দিকে রাঙামাটি জেলার ১০টি উপজেলায় ঘুর্ণিঝড়ের তান্ডবের তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পাওয়া যায়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত