লামায় ঘূর্ণিঝড় মোরা`র তান্ডবে নিহত ১,লন্ডভন্ড তিন শতাধিক ঘরবাড়ি

Published: 30 May 2017   Tuesday   

সোমবার লামায় ঘূর্ণিঝড় ‘মোরা’র  তান্ডবে গাছ পড়ে  ক্যসিং থোয়াই মার্মা (৪০) নামের একজন নিহত ও  অাহত ১ জন। তার নাম  কামরুল (১)। এছাড়্ ঘূর্ণিঝড়ে তান্ডবে তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস হয়েছে। 

 

জানা যায় মঙ্গলবার ভোর ৬টা থেকে দুপুর ১২ পর্যন্ত চলে ঘূর্ণিঝড় মোরা তান্ডব চালায়।  এসময়  গাছ চাপা পড়ে রুপসীপাড়া ইউনিয়নের ক্যসিং থোয়াই মার্মা (৪০) অাহত হন। তাকে লামা হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নেয়ার সময় ক্যসিংথোয়াই মার্মা মারা যান। অাহত হয় কামারুল নামের এক শিশু।

 

এদিকে, মোরা`র তান্ডবে লামা-চকরিয়া রোডের দু`পাশের গাছ পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।  প্রচুর গাছপালা ভেঙে পরার কারণে অসংখ্য বিদ্যুতের খুঁটি নষ্ট হয়ে গেছে। যোগাযোগ ও বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে ৫/১০ দিন লাগতে পারে বলে জানায় লামা বিদ্যুৎ অফিস এবং সড়ক ও জনপদ বিভাগ। প্রচন্ড বাতাসে লন্ডভন্ড হয়ে যাওয়া কাঁচা-পাকা বাড়ির লোকজন এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন। বেশ কয়েক জায়গায় পাহাড় ধস হলেও কোন হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় জন-সাধারণকে স্ব-উদ্যোগে রাস্তায় উপর ভেঙ্গে পড়া গাছপালা অপসারণ করতে দেখা গেছে।

 

এদিকে নিরাপদ অবস্থানের জন্য বিদ্যালয় গুলোকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করলেও সেখানে দেখা দিয়েছে নিরাপদ পানি ও খাবারের সংকট। ভুক্তভোগীরা জানায়, তাদের কাছে এখনো কোন প্রকার সরকারী ও বেসরকারী সহায়তা পৌছায়নি।


উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী বলেন, পরিস্থিতি মোকাবেলায় শুকনা খাবার, বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে। ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা স্ব-স্ব এলাকায় ক্ষতিগ্রস্থদের নামে তালিকা তৈরি করা হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত