রাঙামাটিতে মোরা’র তান্ডবে ৩শ ঘর ক্ষতিগ্রস্থ, ক্ষতিগ্রস্থদের তালিকা শুরু

Published: 31 May 2017   Wednesday   
no

no

ঘুর্নিঝড় মোরা’র তান্ডবে রাঙামাটিতে তিন’শ ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্থদের ত্রাণ সহায়তার জন্য জেলা প্রশাসনের পক্ষ তালিকা তৈরী করা হচ্ছে। এদিকে বুধবার থেকে মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্থ হওয়া রাঙামাটি শহরে বৈদুতিক লাইন সংযোগের কাজ ও রাস্তা উপর ভেঙ্গে পড়া গাছপালা সরিয়ে নেওয়া কাজ শুরু হয়েছে।


জেলা ত্রাণ কার্যালয় সূত্রে জানা গেছে, ঘুর্ণিঝড় মোরা’র তান্ডবে রাঙামাটিতে তিনশটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে ১৫০টি ঘর সম্পুর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া বৈদ্যুতিক লাইন, ক্যাবল টিভির লাইন ক্ষতিগ্রস্থসহ রাস্তার উপর গাছ পালা ভেঙ্গে পড়ে যায়। এসব ক্ষতিগ্রস্থ বৈদ্যুতিক লাইন ও রাস্তার উপর ভেঙ্গে পড়া গাছের ডালপালা সরিয়ে নেওয়ার কাজ গতকাল বুধবার সকাল শুরু হয়েছে। রাঙামাটি শহরে এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। তবে শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে কাজ করছে বিদ্যুৎ বিভাগের লোকজন।


এদিকে, ঘুর্নিঝড় মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্থ বসতঘরসহ ক্ষয়ক্ষতি নিরুপনের জন্য জেলা প্রশাসনের পক্ষ কাজ শুরু করেছে। ইতোমধ্যে মোরা’র আঘাতে গাছ চাপা পড়ে নিহত স্কুল ছাত্রী জাহিদা সুলতানা নাহিমা ও গৃহবধু হাজেরা বেগমের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ হাজার টাকা করে সহায়তা দিয়েছে।


জেলা ত্রাণ কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার জানান,ঘুর্নিঝড় মোরার তান্ডবে ১৫০টি বসতঘর সম্পুর্ণ বিধ্বস্থ এবং এক হাজার ২৭টি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া বড় গাছপালা পড়ে গিয়ে রাস্তাঘাটে পড়েছে। তবে সেনাবাহিনী,রেডক্রিসেন্ট বিভিন্ন সংস্থার সহযোগিতায় রাস্তাঘাট থেকে গাছ সরানো সম্ভব হয়েছে।


রাঙামাটি জেলা প্রশাসক,রাঙামাটি মোঃ মানজারুল মান্নান জানান, ঘূর্নিঝড় মোরা’র আঘাতে গাছে চাপা পড়ে দুজন নিহত হয়েছে। তাদেও পরিবারকে ২০ হাজার সহায়তা দেওয়া হয়েছে। ইতোমধ্যে রাঙামাটি জেলায় তিনশ ঘরবাড়ি সম্পুর্ণ এবং আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থদেও মাঝে ত্রাণ সহায়তা দেওয়ার ব্যবস্তা করা হয়েছে। তিনি আরো জানান, মোরা’র আঘাতে বিদ্যুৎ ব্যবস্থা পুরো বিপর্যস্থ হয়ে পড়েছে। ইতোমধ্যে কিছু কিছু জায়গা বিদ্যুৎ ব্যবস্থা সচল হয়েছে। আশাকরি রাতের মধ্যে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা চালু হবে।


উল্লেখ্য, গেল মঙ্গলবার ঘুর্নিঝড় মোরা’র আঘাতে রাঙামাটিতে গাছ চাপা পড়ে এক স্কুল ছাত্রীসহ দুজন নিহত, তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্থ. বিপুল গাছপালা ক্ষতিগ্রস্থ’ হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত