বরকলে একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা

Published: 31 May 2017   Wednesday   

যেখানে দরিদ্র জনগোষ্ঠি সেখানেই একটি বাড়ি একটি খামার”-এ প্রতিপাদ্যকে নিয়ে মঙ্গলবার বরকল উপজেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের উদ্যোগে প্রকল্পের মহিলা সদস্যদের নিয়ে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রকল্প সমন্বয়ক পামির দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অথিতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভিন। এছাড়া উপজেলা সমবায় কর্মকর্তা জ্যাকলিন চাকমা ও প্রকল্প সংগঠক পুলিন বিকাশ তালুকদার একটি বাড়ি একটি খামার প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। এ সময় একটি বাড়ি একটি খামার প্রকল্পের অন্যান্য কর্মকর্তা কর্মচারী জন প্রতিনিধি সাংবাদিক ও প্রশিক্ষণে অংশ গ্রহনকারী মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।


উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভিন তার বক্তব্যই বলেন, বর্তমান সরকার আত্ম সামাজিক অবস্থার উন্নতি করতে নানা মূখী উন্নয়ন মূলক কার্যক্রম বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন। তার মধ্যে একটি বাড়ি একটি খামার প্রকল্প অন্যতম। সরকারের ক্ষুদ্র ক্ষুদ্র খামার ও পুঁজি গঠনের মাধ্যমে দারিদ্র বিমোচনের জন্য নারীদের এগিয়ে আসলে তখনই নারীর ক্ষমতায়ন সৃষ্টি হবে।

 

বর্তমানে এ প্রকল্পের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য একটি বাড়ি একটি খামার সমিতিতে শতকরা ৬৭ জন মহিলাদের সদস্য অর্ন্তভুক্ত করা হচ্ছে। তাই নারীর ক্ষমতায়ন সৃষ্টি হলে পরিবার সমাজ ও রাষ্ট্রে উন্নয়ন সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত