সকল সম্ভাবনাকে বাস্তবায়ন করাই জীবন-ব্রিগেডিয়ার জেনারেল মো: গোলাম ফারুক

Published: 31 May 2017   Wednesday   

রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: গোলাম ফারুক বলেছেন,সকল সম্ভাবনাকে বাস্তবায়ন করাই জীবন,প্রতিটি জীবনের সীমাহীন আকাংখা থাকে,এই আকাংখা গুলোকে বাস্তবে রুপ দিতে হলে জীবনের প্রতিটি ধাপে সংগ্রাম করতে হবে।

 

তিনি ছাত্র ছাত্রীদের উদ্যেশ্যে বলেন, পৃথিবীটা অনেক বড়,তাই সামনে না তাকিয়ে দূরে তাকাতে হবে,তবেই জীবনে সাফল্য আসবে। 

 

বুধবার কাপ্তাই থেকে প্রকাশিত মাসিক পত্রিকা রুপসী কাপ্তাই এর উদ্যোগে আয়োজিত ২০১৭ সালের এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে  উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই ১০ বেঙ্গলের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শরীফ মো: আমান ,কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, ১৯ বিজিবির অধিনায়ক মেজর মাহামুদুল হাসান,কেপিএম লিমিটিডের মহা ব্যবস্হাপক ( প্রশাসন) জাহাঙ্গীর হোসেন খাঁন, কাপ্তাই বিএফআইডিসির ব্যবস্হাপক মোস্তাক আহমেদ।

অনুষ্ঠান সঞ্চালনায় করেন রুপসী কাপ্তাই এর সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন।  স্বাগত ব্ক্তব্য রাখেন সংবর্ধনা উপ পরিষদের সদস্য সচিব নৌ বাহিনী স্কুলের প্রধান শিক্ষক এম জাহাঙ্গীর আলম।

 

অনুষ্ঠানে রাঙামাটি রিজিয়ন এর ডি,কিউ মেজর ইয়াসির সারোয়ার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবাইয়াৎ আক্তার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহামুদ হাসান,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী,বড়ইছড়ি কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম  বড়ুয়া, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু,সাংবাদিক ঝুলন দত্তসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, শিক্ষক,অভিভাবক এবং ছাত্র ছাত্রীরা উপস্হিত ছিলেন।

 

পরে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪৫ জন জিপিএ-৫ ছাত্র ছাত্রীদের মধ্যে রুপসী কাপ্তাই এর পক্ষ হতে ক্রেস্ট এবং রাঙামাটি রিজিয়ন এর পক্ষ হতে বই প্রদান করা হয়।

-–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত