গৃহবধু জান্নাতুল ফেরদৌস টুম্পার হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁিসর দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

Published: 01 Jun 2017   Thursday   

গৃহবধূ  জান্নাতুল ফেরদৌস টুম্পার শরীরে কেরোসিন ঢেলে দিয়ে পুড়িয়ে হত্যাকারী স্বামীসহ তার সহযোগীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে বৃহস্পতিবার রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা করেছে এলাকাবাসী।

 

মানববন্ধন চলাকালে আয়োজিত সমাবেশ থেকে বক্তারা আগামী রোববারের মধ্যে টুম্পার হত্যাকারী স্বামী অভিসহ তার সহযোগীদের গ্রেফতারসহ আইনের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন।

 

জেলা প্রশাসন কার্যালয় চত্বরে আয়োজিত ঘন্টাব্যাপী মানবন্ধনে টুম্পার আত্বীয়-স্বজনসহ এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। মানবন্ধন চলাকালে সমাবেশে  বক্তব্যে দেন টুম্পার বাবা মোঃ বাচ্চু মল্লিক, জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শহীদুল আলম স্বপন, আলো জাগরণ মানবধিকার সংস্থার নেত্রী মনিকা আক্তার, স্কুল শিক্ষিকা তানিয়া আক্তার, নিহত টুম্পার মা মর্জিনা বেগম, বোন স্বপ্না বেগম, খুশি বেগম ও মোঃ হান্নান মিয়া।  মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

 

উল্লেখ্য, গেল ১৭ মে স্বামী মাহমুদুল হাসান অভিসহ তার সহযোগীরা নয় মাসের অন্তসত্বা টুম্পার শরীরে কোরোসিন ঢেলে দিয়ে আগুন দিলে পুরো ঝলসে যায়। পরে টুম্পাকে অগ্নিদগ্ধ অবস্থায় চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর দীর্ঘ ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গেল ২৪ মে তিনি মারা যান। এ ঘটনায় টুম্পার বাবা বাদী হয়ে রাঙামাটি কতোয়ালী থানায় নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত