খাগড়াছড়িতে ৫ নারী সংগঠনের আধ ঘন্টা প্রতীকী রাজপথ অবরোধ পালন

Published: 01 Jun 2017   Thursday   

মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার ৫ নারী সংগঠনের ডাকে খাগড়াছড়িতে আধঘন্টা প্রতীকী রাজপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

 

হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নীতিশোভা চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, প্যালেস্টাইন সংহতি দিবস এ অংশগ্রহণের দায়ে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা ও সাংগঠনিক সম্পাদক দ্বিতীয়া চাকমাকে অন্যায়ভাবে গ্রেপ্তার, মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির প্রতিবাদে এবং ইউপিডিএফ ভুক্ত সংগঠনের নেতা-কর্মীদের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ৫ নারী সংগঠনের ডাকে খাগড়াছড়িতে আধঘন্টা প্রতীকী রাজপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। সকাল  সাড়ে ১০টা হতে ১১টা পর্যন্ত জেলা সদরের মহাজন পাড়া ও চেঙ্গী ব্রিজ এলাকায় রাজপথ অবরোধ করে রাখা হয়।

 

অবরোধ চলাকালিন বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা, সাংগঠনিক সম্পাদক দ্বিতীয়া চাকমা, নারী আত্মরক্ষা কমিটির আহ্বায়ক এন্টি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় সদস্য জেসিম চাকমা।

 

বক্তারা বলেন, গত ২৯ নভেম্বর ২০১৫ সালে পার্বত্য চট্টগ্রামের ৮ গণসংগঠনের উদ্যোগে খাগড়াছড়িতে আয়োজিত ‘জাতিসংঘ ঘোষিত ফিলিস্তিন সংহতি দিবসের’ কর্মসূচিতে আইন-শৃংখলা বাহিনী ন্যাক্কারজনকভাবে হামলা চালায়। ফ্যাসিষ্ট কায়দায় হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা ও সাংগঠনিক সম্পাদক দ্বিতীয়া চাকমাকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়ে হয়রানি করে। তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার না করায় এখনো প্রতি মাসে তাদেরকে কোর্টে হাজিরা দিতে হয়। এভাবে প্রতিনিয়ত মিথ্যা মামলা দিয়ে হিল উইমেন্স ফেডারেশনসহ ইউপিডিএফভুক্ত সংগঠনের নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে।

 

বক্তারা ফিলিস্তিন সংহতি দিবসে অংশগ্রহণের কারণে নিরূপা চাকমা ও দ্বিতীয়া চাকমার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলাসহ ইউপিডিএফভূক্ত সকল সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত