দীঘিনালার চার মাইলে মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার,দোষীদের গ্রেফতারে ৪৮ঘন্টার আল্টিমেটাম

Published: 01 Jun 2017   Thursday   

বৃহস্পতিবার খাগড়াছড়ির  দীঘীনালা সড়কের চার মাইল নামক স্থানে মোটর সাইকেল চালক নুরুল ইসলাম নয়ন(৪০) হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান আলকাছ আলমামুন ভূইঁয়া এবং পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক মো: আবদুল হামিদ রানা।

 

নেতৃবৃন্দ  এ ঘটনায় দোষীদের গ্রেফতারের জন্য ৪৮ ঘন্টা আল্টিমেটাম  দিয়েছেন।  অন্যাথায় আগামী  রোববার হরতালসহ কঠিন কর্মসূচির হুমকি দিয়েছেন। 

 

বৃহস্পতিবার পার্বত্য নাগরিক পরিষদ, দপ্তর সম্পাদক মো:খলিলুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ কথা জানানো হয়েছে।

 

প্রেস বার্তায় বলা হয়, বৃহস্পতিবার খাগড়াছড়ির  দীঘীনালা সড়কের চার মাইল নামক স্থানে মোটর সাইকেল চালক নুরুল ইসলাম নয়নকে সন্ত্রাসীরা ভাড়ার নাম করে দিঘীনালা সড়কের চার মাইল নামক স্থানে এনে হত্যা করে। একই কায়দায় সন্ত্রাসীরা গেল ১৩ এপ্রিল মহালছড়ির সাদিকুল-কে হত্যা করেছে। নয়নের বাড়ী লংগদু উপজেলার বাইট্রা পাড়ায়। 

 

প্রেস বার্তায়  প্রশাসনকে ৪৮ ঘন্টার  অাল্টিমেটাম দিয়ে এর সুষ্ঠ তদন্ত করে প্রকৃত দোষীদের খুজেঁ বের করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ আগামী  রোববার হরতালসহ কঠিন কর্মসূচির হুঁশিয়ারী উচ্ছারণ করেন ।

 

এছাড়া  শুক্রবার  তিন পার্বত্য জেলাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ-মিছিল প্রতিবাদ সমাবেশ,  ঢাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ এবং  লংগদু উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করার ঘোষনা দেয়া হয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত