খাগড়াছড়িতে বাঙালি ছাত্র পরিষদের বিক্ষোভ ও মানববন্ধন

Published: 02 Jun 2017   Friday   

ভাড়ায় মোটরসাইকেল চালক নুরুল ইসলাম নয়ন হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

 

শুক্রবার সকালে খাগড়াছড়ির শাপলা চত্বরে আয়োজিত এক মানববন্ধন থেকে সংগঠনটি প্রশাসনকে এই সময়সীমা বেঁধে দেন। পাশপাশি আগামী শনিবার খাগড়াছড়ি জেলার প্রতিটি উপজেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচী ঘোষনা করা হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব আব্দুল মজিদ ও খাগড়াছড়ি জেলা শাখার একাংশের সাধারন সম্পাদক আসাদ উল্লাহ আসাদ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে অবৈধ অস্ত্রধারীদের হাতে নিহত ও ক্ষতিগ্রস্ত সাধারণ পাহাড়ী-বাঙালী পরিবারদের পুনর্বাসন এবং পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে হস্তক্ষেপ গ্রহণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

 

শনিবার পিবিসিপি’র আয়োজনে বেলা ১০টায় খাগড়াছড়ির প্রত্যেকটি উপজেলা বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালনের কথা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, ডিবি পুলিশের পাশাপাশি খাগড়াছড়ি শহরে সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে।

 

প্রসঙ্গত,গেল বৃস্পতিবার দুপুরে  খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইল যৌথ খামার এলাকা থেকে মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম নয়নের লাশ উদ্ধার হয়। সে রাঙামাটির লংগদু উপজেলার বাট্টাপাড়ার বাসিন্দা। এই ঘটনায় নিহত নয়নের ছোট ভাই দীন ইসলাম লিটন বৃহস্পতিবার রাতে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেছেন। 

 

এদিকে নুরুল ইসলাম নয়ন হত্যাকা-ের তীব্র নিন্দা এবং হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি বিধানের দাবি জানিয়েছেন, খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি-সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এবং সম-অধিকার আন্দোলন-খাগড়াছড়ি জেলা শাখার সা: সম্পাদক মোশাররফ হোসেন।

 

সংগঠন দুটির পক্ষ থেকে পৃথক বিবৃতিতে এ ঘটনায় জনগণের জান-মালের নিরাপত্তা বিধানে প্রশাসনের ব্যর্থতারও সমালোচনা করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত