খাগড়াছড়িতে পাহাড়ি তিন সংগঠনের বিক্ষোভ মিছিল

Published: 02 Jun 2017   Friday   

রাঙামাটি জেলার লংগুদু সদরে পাহাড়ি জনগণের ওপর হামলা ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে শুক্রবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম।


সন্ধ্যার দিকে জেলাশহরের পানখাইয়া পাড়া থেকে মিছিল শুরু হয়ে মধুপুর বাজার প্রদক্ষিণ করে মধুপুর ও সাতভাইয়া পাড়া মোড়ে অনুষ্ঠিত সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, পাহড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সহ-সভাপতি তপন চাকমা, হিল উইমেন্স ফেডারেশন এর জেলা সভাপতি দ্বিতীয়া চাকমা এবং গণতান্ত্রিক যুব ফোরামের সদর থানা শাখার সাধারণ সম্পাদক অতুল চাকমা।


নেতৃবৃন্দ সমাবেশ থেকে এই বর্বরোচিত হামালার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অভিযোগ করে বলেন পাহাড়ি জনগণের বাড়িঘরে অগ্নিসংযোগের পর ১৪৪ ধারা জারি করার পরেও পাহাড়িদের গ্রামে হামলা চালানো হয়। সেটলার বাঙালিরা পাহাড়ি জনগণের বাড়িঘরে আগুন লাগানো এবং লুটপাট করার সময় প্রশাসনের লোকেরা সাথে ছিল।


বিক্ষোভ সমাবেশ থেকে নেতৃবৃন্দ অবিলম্বে লংগদু উপজেলায় নিরীহ পাহাড়ি জনগনের ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনার সাথে জড়িত ও উস্কানীদাতাদের শাস্তি, লংগদুতে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পাহাড়ি জনগণের যথাযথ ক্ষতিপূরণ ব্যবস্থাসহ তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত