জুরাছড়িতে জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা

Published: 03 Jun 2017   Saturday   

শনিবার জুরাছড়ি উপজেলায় সেনা বাহিনীর উদ্যোগে স্থানীয় হেডম্যান, কার্ব্বারী, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জুরাছড়ি জোন অধিনায়ক লেঃকর্ণেল কেএম ওবায়েদুল হক। এসময় সভায় জোন উপ-অধিনায়ক মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, যক্ষা বাজার ক্যাম্প অধিনায়ক মেজর তানভীর, থানা অফিসার ইনচার্জ মোঃ ইউসুফ সিদ্দিকী, বনযোগীছড়া মৌজার হেডম্যান করুনা ময় চাকমা, ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত-সাধারণ ওয়ার্ড সদস্যগণ, সাংবাদিকসহ জোনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সভায় জোন অধিনায়ক ওবায়েদুল হক বলেন, পার্বত্য এলাকায় সন্ত্রাসী গোষ্ঠী জুন মাসে চাঁদা বাজের উৎপাট বেড়ে যায়। তাদের অস্ত্রে মূখে হুমকির কারণে বাধ্য হয়ে পাহাড়ে বসবাসরত পাহাড়ী-বাঙালী, ব্যবসা প্রতিষ্ঠানসহ সকল শ্রেণীর মানুষ চাঁদা দিতে হচ্ছে। সন্ত্রাসীদের সামাজিক ভাবে প্রতিরোধ করতে আইন শৃংখলা বাহিনীকে তথ্য দিয়ে প্রতিরোধ করতে হবে।

 

সভায় বক্তারা সম্প্রতি ঘূণিঝড় মোরাল আঘাতে তেমন কিছু ক্ষয়-ক্ষতি না হলেও তীব্র বৃষ্টির কারণে ৩শ একরের অধিক ফসল পানিতে তলিয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত