সংঘাতে নয় সংকটে ঐক্যবদ্ধ দীঘিনালাবাসী

Published: 03 Jun 2017   Saturday   

রাঙামাটির লংগদু উপজেলায় সাম্প্রদায়িক ঘটনায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ত্রান সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলাবাসী।

 

পাশাপাশি মোটর সাইকেল চাকল নুরুল ইসলাম নয়ন হত্যা ও পাহাড়ীদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে লংগদু উপজেলায় পারষ্পরিক ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐক্যবদ্ধ প্রয়াস ফিরিয়ে আনার জন্য দাবী জানানো হয়েছে। 

 

এদিকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দীঘিনালা উপজেলায় সকল প্রকার মিছিল মিটিং ও সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষনা করেছে উপজেলা প্রশাসন। সংঘাতে নয় সংকটে ঐক্যবদ্ধ দীঘিনালাবাসী এই শ্লোগানকে সামনে রেখে শনিবার সকাল ১১ টায় লংগদু ঘটনাকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শেখ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার পাহাড়ী বাঙ্গালী প্রতিনিধি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ রাজনৈতি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, এমএন লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ শামশুল হক ভূইয়া, বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, কবাখালী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, অনাথ আশ্রম আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, ইউআরসি মাঈন উদ্দীন ভূইয়া, প্রথম আলো প্রতিনিধি পলাশ বড়–য়া, কালের কন্ঠ প্রতিনিধি জাকির হোসেন ও বাজার চৌধুরী জেসমিন চাকমা বক্তব্য রাখেন।


বক্তাগরা, মোটর সাইকেল চালক নয়ন হত্যা ও নিরীহ পাহাড়ীদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মানবিক দৃষ্টিকোন থেকে বিবেচনা করে দীঘিনালাবাসী’র ব্যানারে নুরুল ইসলাম নয়নের শোকাহত পরিবারসহ ক্ষতিগ্রস্ত পাহাড়ীদের মাঝে ত্রাস সহায়তার প্রস্তাব দিলে উপস্থিত সকলে একমত পোষন করেন।


এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমাকে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট ত্রাণ সংগ্রহ কমিটি গঠন করা হয়।


সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শেখ শহীদুল ইসলাম উপস্থিত সকলের সম্মতিক্রমে সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃংখলা পরিস্থি স্বাভাবিক রাখার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপজেলায় সকল প্রকার মিছিল মিটিং ও সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষনা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত