লংগদুতে পাহাড়িদের বাড়ী ঘরে অগ্নি সংযোগের ঘটনায় খাগড়াছড়িতে প্রতিবাদ সমাবেশ

Published: 03 Jun 2017   Saturday   

রাঙামাটির লংগদু উপজেলার সদরের তিন টিল্লা ,বাত্যা আদাম ,মানিকজুর ছড়া এবং বড়াদমে পাহাড়ীদের বাড়ীতে অগ্নিসংযোগের প্রতিবাদে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে পাহাড়ী ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম।


শনিবার সকালে মহালছড়ি সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের দুরছড়ি থেকে মিছিল শুরু করে কলেজ গেটে গিয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, হিল উইমেন্স ফেডারেশন এর মহালছড়ি উপজেলা সাধারণ সম্পাদক পিপি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম মহাছড়ি উপজেলা শাখার সহ-সভাপতি স্বপন বিকাশ চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের মহালছড়ি উপজেলা শাখার সভাপতি মেনন চাকমা।


এদিকে বেলা ২টার দিকে রামগড় উপজেলার যৌথখামার এলাকার যাত্রী ছাউনী থেকে মিছিল শুরু করে যৌথখামার বাজার এলাকা প্রদক্ষিণ করে যাত্রী ছাউনীতে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদ রামগড় উপজেলার শাখার সহ-সভাপতি সুরেশ চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম রামগড় উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুমন মারমা ও ইউপিডিএফ এর রামগড় ইউনিটের সংগঠক হরি কমল ত্রিপুরা প্রমুখ।


বক্তারা বলেন, লংগদু উপজেলা সদরে পাহাড়ি জনগণের ওপর হামালার ঘটনা পরিকল্পিত ছিলো। লংগদু উপজেলা নিবাসি মটর সাইকেলা চালক এর লাশ পাওয়াকে কেন্দ্র করে যে সর্বদলীয় সমাবেশ হয়েছিল। প্রশাসনের লোকজন উপস্থিতি ছিলেন । তাদের উপস্থিতিতে এই হামলার ঘটনা এটাই প্রমাণ করেছে।


বক্তারা সমাবেশ থেকে লংগদু উপজেলার ৩ টি গ্রামে হামলা, লুটপাটসহ ৭০ বৃদ্ধার হত্যাকারী ও ৩০০ পাহাড়ি বাড়িতে অগ্নিসংযোগকারীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণসহ নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।


এদিকে জুম্ম শরনার্থী কল্যান সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষী ব্যাক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে সরকারের নিকট ১০ দফা দাবী নামা পেশ করেন।

 

দাবীগুলো হল ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদেরকে আইনের আওতাই এনে যথোপযুক্ত শাস্তি প্রদান, প্রত্যেক মৃত ব্যক্তির উত্তরাধিকারীদেরকে পঞ্চাশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে বিশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদান ও পুর্নবাসন করা, পার্বত্য চট্টগ্রাম চুক্তি অবিলম্বে যথাযথভাবে বাস্তবায়ন,পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে বাংলাদেশ সংবিধানে অর্ন্তভূক্ত করাসহ ইত্যাদি। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত