খাগড়াছড়িতে নিম্নমানের লাচ্ছা সেমাই ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত

Published: 03 Jun 2017   Saturday   

খাগড়াছড়িতে শনিবার ৭শ ৪২ কেজি নিম্নমানের লাচ্ছা সেমাই ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।


 বেলা সাড়ে ১০টায় খাগড়াছড়ি জেলা অবসর ভবন সংলগ্ন এলাকার একটি গুদামে মজুদকৃত নিম্নমানের ৭৪২ কেজি লাচ্ছা সেমাই আগুনে পুড়িয়ে ধ্বংস ও পরিবেশক জসিম উদ্দিন নগদ ১০ হাজার টাকা অর্থদ- দেয় ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এলিশ শরমিন। এসময় সদর উপজেলা পরিষদের সহকারী কমিশনার(ভূমি) শামছুল আলম ও খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।


সহকারী কমিশনার(ভূমি) শামছুল আলম জানান, বিএসটিআই’র অনুমোদন ছাড়া পণ্য মজুদ করে বিক্রয়ের অপরাধে লাচ্ছা সেমাই মজুদকারী জসিম উদ্দিন নামে একজনকে ১০ হাজার টাকা অর্থদ- ও মজুদকৃত ৭৪২ কেজি নিম্নমানের সেমাই তাৎক্ষণিক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত