সোমবার রাঙামাটিতে অধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ ডেকেছে ইউপিডিএফ

Published: 03 Jun 2017   Saturday   

রাঙামাটির  লংগদু উপজেলায় দু’শতাধিক পাহাড়িদের বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও এক বয়স্ক নারীকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে আগামী ৫ জুন (সোমবার) রাঙামাটি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ডেকেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটি জেলা ইউনিট।


শনিবার রাতেরাঙামাটি জেলা ইউনিট ইউপিডিএফের সংগঠক সচল চাকমার স্বাক্ষরিত বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায়  এই অবরোধের ঘোষনা দেয়া হয়।


প্রেস বার্তায় বলা হয়, রাঙামাটির  লংগদু উপজেলায় পাহাড়ীদের দু’শতাধিক পাহাড়ি বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও এক বয়স্ক নারীকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে আগামী ৫ জুন (সোমবার) ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাঙামাটি জেলায় সড়ক ও নৌপথ অবরোধ পালিত হবে।


প্রেস বার্তায় আরো বলা হয়, কোন হত্যাই সমর্থনযোগ্য নয়। কিন্তু অপরাধী সনাক্ত না করে আওয়ামী যুবলীগের এক কর্মীর রহস্যজনক লাশ উদ্ধারকে কেন্দ্র করে লংগুদুতে যে তা-বলীলা চালানো  হয়েছে তা পরিকল্পিত এবং নীলনক্সা অনুসারে বাস্তবায়িত হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত সংস্থাসমূহ পাহাড়ি জনগণের নিরাপত্তার বড় ধরনের হুমকি লংগদু ঘটনায় তা আবারও প্রমাণিত হয়েছে বলে প্রেস বার্তায় দাবী করা হয়েছে।


প্রেস বার্তায় রোগী বহনকারী এম্বুলেন্স-জরুরি বিদ্যুত-পানি-গ্যাস সরবরাহকারী সংস্থা ও সংবাদপত্রের গাড়ি, সাইকেল ব্যতীত দূর পাল্লার সকল যানবাহন ও নৌ পরিবহন (লঞ্চ-ট্রলার) উক্ত ঘোষিত সময় সীমার মধ্যে না চালানোর জন্য মালিক ও চালকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত