লংগদুতে পাহাড়ি গ্রামে অগ্নিসংযোগ প্রতিবাদে সাজেকে তিন সংগঠনের বিক্ষোভ-সমাবেশ

Published: 03 Jun 2017   Saturday   

 

 

 

রাঙামাটির লংগদু উপজেলায় পাহাড়িদের ঘরবাড়ীতে অগ্নিসংযোগের প্রতিবাদে শনিবার সাজেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)সহ তিন সংগঠন।



বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)এর দপ্তর সম্পাদক বিপ্লব চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,  বন বিহার গেইটের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব ফোরাম সাজেক থানা শাখার সভাপতি রুপক চাকমা।

 

বক্তব্য রাখেন, পিসিপি সাজেক থানা শাখার সাংগঠনিক সম্পাদক রুপায়ন চাকমা ও হিল উইমেন্স সভাপতি সাজেক থানা শাখা সভাপতি মিনা চাকমা
এর আগে, পিসিপি,গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন সাজেক থানা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল রেতকাবা মূখ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বন বিহার গেইটে  গিয়ে সমাবেশ করা। 


সমাবেশে থেকে বক্তারা, ক্ষতিগ্রস্থদের যথাযথ ক্ষতিপূরণ ও হামলাকারিদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদানের জোর দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত