লামা ও আলীকদমে মোরা’র ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

Published: 04 Jun 2017   Sunday   

লামা ও আলীকদম উপজেলায় ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্থ লোকজনের মাঝে রোববার ত্রান বিতরণ করা হয়েছে।

 

লামা উপজেলা মাঠ চত্বরে লামা পৌরসভার উদ্যোগে  বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য  চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে এ সময়  উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, বান্দরবান পুুলিশ কুমার রায়, বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবী, আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা খিন ওয়ান নু, লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলামসহ প্রমুখ।

 

প্রতিমন্ত্রী  প্রথমে আলীকদম উপজেলার নয়াপাড়া, পরিবার পরিকল্পনা অফিসের মাঠ ও চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের মাঠে ঘূর্ণিঝড় মোরা’য় ক্ষতিগ্রস্থ ১৫ শত পরিবারের মাঝে ২০ কেজি করে ৩০ মেট্রিক টন চাউল বিতরণের মাধ্যমে ত্রাণ বিতরণ কর্মসূচি  উদ্ধোধন করেন। পরে  আলীকদম উপজেলায় ত্রাণ বিতরণ শেষে লামা পৌরসভার উদ্যোগে  গেল ৩০ মে ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে পৌর এলাকার ক্ষতিগ্রস্থ ১৩শত পরিবারের মাঝে ১০ কেজি করে ১৩ টন চাউল বিতরণ করেন পার্বত্য প্রতিমন্ত্রী।

 

এসময় প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, ঘূর্ণিঝড় মোরা’র আঘাত উপকূলীয় অঞ্চলের পাশাপাশি বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এই ক্ষতির কারণে এই অঞ্চলের প্রায় মানুষের সৃজিত ঘর-বাড়ি, ফসলাদি ও ফলজ-বনজ বাগান নষ্ট হয়ে গেছে। আপনাদের অনেক বেশি ক্ষয়-ক্ষতির সংবাদ পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আপনাদের দেখাশুনা ও খোঁজখবর নেওয়ার জন্য পাঠিয়েছেন। সকলের সার্বিক সহযোগিতায় আপনাদের সকল সমস্যা পর্যায়ক্রমে আমরা সমাধান করবো।

 

তিনি আরো বলেন, ১৯৭১ সালে পাকিস্তানী বাহিনীর সাথে যুদ্ধ করে মাত্র ৯ মাসে যে জাতি দেশ স্বাধীন করতে পারে, সে জাতি এ রকম মোরা’র মতো ঘূর্ণিঝড়ের আঘাতে সহজেই দুর্বল হয়ে পড়তে পারে না। এ বাঙ্গালি জাতি বাস্তবতার সাথে সংগ্রাম করে বাঁচতে জানে। তিনি ক্ষতিগ্রস্থদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করার আশস্ত করেন।

 

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, ঘূর্ণিঝড় মোরা’র আঘাতের পর গেল ৩১ মে জেলা প্রশাসকের জিআর ক্যাশ তহবিল থেকে তাৎক্ষণিক ভাবে ৩০ হাজার টাকা ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। আলীকদম উপজেলায় ৩০৫৪ পরিবার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।

 

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম জানান, লামা পৌরসভায় ঘূর্ণিঝড়ের আঘাতে ২২৫০ পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। এব্যাপারে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা খিন ওয়ান নু বলেন, লামা উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে। বিদ্যুৎ এবং যোগাযোগ বিচ্ছিন্নের কারণে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য আমরা এখনো নিরুপন করতে পারি নাই। ক্ষয়-ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত