লংগদুতে অগ্নিসংযোগের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল

Published: 04 Jun 2017   Sunday   

রাঙামাটি লংগদু উপজেলায় কয়েকটি গ্রামে আদিবাসীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে বান্দরবান শহরে  রোববার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের জেলা সভাপতি অংথুই মং মার্মা। বক্তব্য রাখেন, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সহসভাপতি সুশীল ত্রিপুরা, ম্রো স্টুডেন্ট ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক অংম্রা ম্রো, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা ওয়েলফেয়ার স্টুডেন্ট ফোরামের সভাপতি অনিক তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের চট্টগ্রাম মহানগর সভাপতি লুমং প্রু, খুমি স্টুডেন্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক রিউমং খুমি, গোপাল চাকমা, পাসেন বম প্রমুখ।

 

এর আগে পুরাতন রাজবাড়ি মাঠ থেকে সম্মিলিত আদিবাসী ছাত্র সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে এসে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে শেষ হয়। সেখানে বিক্ষোভকারীরা সমবেত হয়ে সমাবেশ করে। এতে জেলার ১১টি আদিবাসী ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।

 

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য শান্তি চুক্তি কাগজে কলমে বাস্তবায়ন হয়েছে। প্রকৃত অর্থে এখনো বাস্তবায়ন হয়নি। শান্তি চুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না হওয়ার ফলে এই ধরণের সাম্প্রদায়িক হামলার শিকার হচ্ছে আদিবাসীরা। তাই দ্রুত শান্তি চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার সরকারের কাছে দাবি জানিয়েছেন আদিবাসী ছাত্র সংগঠনের নেতারা।

 

সমাবেশে নেতৃবৃন্দ অগ্নিসংযোগকারীদের ও হত্যার সঙ্গে জড়িত থাকা সকল ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি  জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত