রাঙামাটিতে ইউপিডিএফের ডাকে অবরোধ পালিত

Published: 05 Jun 2017   Monday   

লংগদুতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)  এর ডাকে রোববার রাঙামাটিতে শান্তিপূর্নভাবে অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ পালিত হয়েছে।

 

ভোর ৬টা থেকে দুপুর ১২ টা পর্ষন্ত অবরোধ শান্তিপূর্নভাবে পালিত হয়েছে। অবরোধ চলাকালে দূরপাল্লার-অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে শহরে সিএনজি চলাচল করেছে।

 

এদিকে, ইউপিডিএফের রাঙামাটি জেলা ইউনিটের প্রধান সংগঠক শান্তিদেব চাকমার বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অবরোধ কর্মসূচি সফল করায় কৃতজ্ঞতা জানিে ছেন। প্রেস বার্তায় বলা হয়, আওয়ামী যুবলীগের এক কর্মীর রহস্যজনক লাশ উদ্ধারকে কেন্দ্র করে লংগুদুতে যে তা-বলীলা চালানো  হয়েছে তা পরিকল্পিত এবং নীলনক্সা অনুসারে বাস্তবায়িত হয়েছে। তিনি অবিলম্বে লংগুদুতে পাহাড়ি গ্রামে হামলা-অগ্নিসংযোগ ও হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি, ঘটনা তদন্তে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, ক্ষতিগ্রস্ত পরিবারদের যথোপযুক্ত ক্ষতিপূরণসহ স্ব স্ব জায়গায় পুনর্বাসন ও প্রয়োজনীয় নিরাপত্তা বিধান করা এবং হামলার ইন্ধনদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত