খাগড়াছড়িতে পাহাড়ী ছাত্র পরিষদের ডাকা আধাবেলা সড়ক অবরোধ পালিত

Published: 05 Jun 2017   Monday   

খাগড়াছড়িতে পাহাড়ী ছাত্র পরিষদের ডাকা সোমবার আধাবেলা সড়ক অবরোধ শান্তি পূর্নভাবে পালিত হয়েছে।

 

পাহাড়ী ছাত্র পরিষদের দীঘিনালা উপজেলা শাখার সভাপতি নিকেল চাকমা ও সম্পাদক জীবন চাকমাকে আটকের প্রতিবাদে  এবং লংগদুতে পাহাড়ি গ্রামে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীে খাগড়াছড়িতে অর্ধ দিবস সড়ক অবরোধের ডাক দেয় পাহাড়ি ছাত্র পরিষদ।

 

খাগড়াছড়িতে আধা বেলা সড়ক অবরোধের কারনে সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত দুর পাল্লার সকল যান বাহন চলাচল বন্ধ ছিল। তবে শহরে রিক্সা ও ইজিবাইক চলাচল করেছে। অবরোধ আহবানকারিরা সকালে জেলার বিভিন্ন এলাকায় টায়ার পুড়িয়ে সড়কে অবরোধ তৈরি করে। শহরের স্বনির্ভর, চেঙ্গী ব্রিজ ফায়ার সার্ভিস এলাকাসহ কয়েকটি স্থানে পিকেটিং  করেছে অবরোধকারীরা।

 

খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অবরোধ শেষ হয়েছে। এছাড়া সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার গুরুত্ব পূর্ণ স্থানে পুলিশ মোতায়েন ছিল।

 

এদিকে পাহাড়ী ছাত্র পরিষদের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা শান্তি পূর্ন ভাবে অবরোধ পালিত হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

 

উল্লেখ্য গেল শুক্রবার লংগদুতে  পাহাড়ীদের ঘর বাড়িতে অগ্নি সংযোগ ও লুটপাতের ঘটনার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে রোববার দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা থেকে পাহাড়ী ছাত্র পরিষদের দীঘিনালা উপজেলা শাখার সভাপতি নিকেল চাকমা ও সম্পাদক জীবন চাকমাকে আটক কওে পুলিশ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত