১১ জুন তিন জেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে পার্বত্য নাগরিক পরিষদ

Published: 05 Jun 2017   Monday   

নুরুল ইসলাম নয়নের হত্যাকান্ডের সুষ্ঠু বিচার ও লংগদুর বাঙালিদের গণগ্রেফতারের প্রতিবাদে এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবীতে ১১ জুন তিন জেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে।

 

পার্বত্য নাগরিক পরিষদের  দপ্তর সম্পাদক মো:খলিলুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ হরতালের ঘোষনা হয়েছে।

 

প্রেস বার্তায় বলা হয়,পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় দপ্তরে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের উপদেষ্টা পরিষদের সভাপতি ও পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান  আলকাছ আলমামুনভূঁইয়ার সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্টিত হয়।

 

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের বর্তমান কেন্দ্রীয় আহবায়ক মো: আবদুল হামিদ রানা,পার্বত্য নাগরিক পরিষদের  যুগ্ন-সম্পাদক শেখ আহাম্মদ রাজু,পার্বত্য নাগরিক পরিষদেরসহ সাংগঠনিক সম্পাদক মো:কামাল হোসেন ভূঁঞা,পার্বত্য নাগরিক পরিষদের  কেন্দ্রীয় নেতা প্রভাষক মো:ফজলুল হক,পার্বত্য বাঙালিছাত্রপরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ইব্রাহিম মনির ও সারোয়ার জাহান খান,পার্বত্য বাঙালি ছাত্রপরিষদের  ঢাকা মহানগর কমিটির সভাপতি সাহাদাৎ ফরাজি সাকিব প্রমূখ উপস্থিত ছিলেন।

 

সভায় নুরুল ইসলাম নয়নের হত্যাকারীকে গ্রেফতার না করে উল্টো লংগদু উপজেলার নির্দোষ বাঙালিদের গণহারে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

 

সভায় বলা হয় যে,গত ১লা জুন বৃহস্পতি বার লংগদুর বাসিন্দা যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন(৪০) কে দিঘীনালার  চার মাইল নামক স্থানে   উপজাতী সন্ত্রাসীরা নৃশংষভাবে হত্যা করে। এখন পর্যন্ত প্রশাসন তার হত্যাকারীকে গ্রেফতার না করে অপরদিকে লংগদু থানার বাঙালিদের গণহারে গ্রেফতার করছে। সভায় লংগদুর গনগ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা জানানো হয় এবং গ্রেফতারকৃত বাঙালিদের নি:শর্ত মুক্তির দাবী জানানো হয়েছে।

 

সভায় নয়ন হত্যার বিচারের দাবীতে  আগামীকাল ৬ জুন মঙ্গলবার জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ,৭ জুন বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ,১০জুন চট্রগ্রাম মহানগরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ,১০ জুন তিন জেলায় বিক্ষোভ মিছিল এবং নয়নের হত্যাকারীকে দ্রুত গ্রেফতার ও লংগদু উপজেলার বাঙালিদের গণগ্রেফতারের প্রতিবাদে এবং গ্রেফতারকৃতদের নি:শর্ত মুক্তির দাবীতে      ১১ই তিন পার্বত্য জেলায় অর্ধদিবস হরতাল এর কর্মসূচী ঘোষনা করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত