লামায় করিতাসের উদ্যোগে পরিবেশ দিবস পালিত

Published: 05 Jun 2017   Monday   

লামায় কারিতাসের উদ্যোগে " প্রাণের স্পনদনে, প্রকৃতির বন্ধনে" শ্লোগানে সোমবার পরিবেশ দিবস পালিত হয়েছে।

 

 

সকাল ১০ টায়  লামা উপজেলা চত্বর থেকে বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীসহ বিভিন্ন শ্রেণীর লোকজনের উপস্থিতিতে একটি র‌্যালী শুরু হয়। র‌্যালীটি লামা বাজার প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয় এবং সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠান শেষে কারিতাসের দু`শতজন সুবিধা ভোগীদের একটি করে রাঙ্গুই জাতের আমের চারা এবং চল্লিশ জনের মাঝে ১৫ কেজি করে বিআর-১১ জাতের বীজ ধান বিতরণ করেন। এ ছাড়া পরিবেশ রক্ষায় অঙ্গিকারে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।


লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সায়েদ ইকবাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। কারিতাস লামা এর উপজেলা সমন্বয়কারী(সেপলিং প্রকল্প) ইয়াহিয়া আহমেদের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান সারাবান তাহুরা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, লামা থানার প্রতিনিধি উপ- পরিদর্শক মোঃ গিয়াস উদ্দিনসহ কারিতাস খাদ্য নিরাপত্তা প্রোগ্রাম অফিসার লামা মোঃ ফরহাদ আজিম প্রমূখ।


আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে থোয়াইনু অং চৌধুরী বলেন, লামায় অবাধে পাথর উত্তোলন, অবাধে বন উজাড়, অবাধে ইটভাটা তৈরী, পাহাড় কাটা অব্যাহত থাকায় লামা উপজেলায় মারাত্মক ভাবে পরিবেশ বিপর্যয় ঘটছে। তিনি প্রশাসনের কাছে পরিবেশ বিপর্যয় রোধে জরুরী ভিত্তিতে তা বন্ধ করার জন্য অনুরোধ জানান। পাশাপাশি তিনি সকলকে নিজ উদ্যোগে গাছ লাগানোর পরামর্শ দেন।


লামা উপজেলা প্রশাসনের আয়োজনে কারিতাস লামা এর সাপলিং কর্মসূচী ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের সহযোগীতায় এ পরিবেশ দিবস পালিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত