সুনাম ক্ষুণœ করতেই লংগদু ঘটনায় আঃলীগকে জড়ানোর চেষ্টা চলছে

Published: 08 Jun 2017   Thursday   

রাঙামাটি লংগদুতে ইউনিয়ন যুবলীগ নেতা নূরুল ইসলাম নয়ন হত্যাকান্ডকে কেন্দ্র করে পাহাড়িদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় স্থানীয় আওয়ামীলীগের নাম জড়ানোয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে লংগদু উপজেলা আওয়ামীলীগ। দলীয় সুনাম ক্ষুণœ করতেই একটি মহল ইচ্ছাকৃতভাবে আওয়ামীলীগকে ঘটনায় জড়ানোর চেষ্টা চালাচ্ছে। অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামীগের নেতাকর্মীরা কোন প্রকার জড়িত ছিল না।

 

বৃহস্পতিবার আওয়ামীলীগের লংগদু উপজেলা শাখা সাধারণ সম্পাদক মোঃ জানে আলমের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় একথা বলা হয়েছে।

 

প্রেস বার্তায় বলা হয়, গতকাল লংগদু উপজেলা কার্যালয়ে আওয়ামীলীগের নাম জড়ানোয় প্রতিবাদ সভা আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারেক সরকার, সহ-সভাপতি মো. সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাশ, মো. আজগর আলী, সাংগঠনিক সম্পাদক বাবুল দাশ (বাবু), উপজেলা আওয়ামীলীগের সদস্য সুজিত্র কার্বারি, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ খান (রাজু), সহ-সভাপতি মো. রেজাউল করিম, মো. রাকিব হাসান, প্রমুখ। 

 

প্রেস বার্তায় বলা হয়, গত ১জুন লংগদু সদর ইউনিয়নের আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক নরুল ইসলাম নয়নকে সস্ত্রাসীরা হত্যা করে খাগড়াছড়ি চার মাইল এলাকায় ফেলে রেখে যায়। গত ২ জুন  লংগদু নিয়ে আসার পর একটি গোষ্ঠী লংগদুতে  শান্তি ও সম্প্রতির নিয়ে বসবাস করেছিল তা  বিনষ্ট করা চেষ্টায় এখানো লিপ্ত রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে নয়নের লাশকে নিয়ে কিছু গোষ্ঠী রাজনীতি শুরু করেছে।

 

প্রেস বার্তায় বলা হয়, সহকর্মীর কর্মীর হত্যাকারীদের বিচার দাবিতে গেল ২ জুন জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ  করা হয়। আওয়ামীলীগ গণতান্ত্রিক দল, আইনের প্রতি শ্রদ্ধাশীল। নয়নের লাশকে নিয়ে কিছু গোষ্ঠী রাজনীতি শুরু করেছে। গেল ৩ জুন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুরো ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য আওয়ামীলীগকে দোষারোপ করছেন।

 

প্রেস বার্তায়  উগ্র সম্প্রাদায়িক দলকে সাথে নিয়ে কয়েকজন বিএনপি ও জামাতের লোকজন ষড়যন্ত্রকারীরা অপ-রাজনৈতিক খেলায় মেতেছে অভিযোগ করে বলা হয়, এই অপ-রাজনৈতিক খেলায় উপজেলা আওয়ামীলগের ওপর দোষ চাপানোর অপচেষ্টা করছে। পেছনের ইন্ধনদাতাদের খুঁজে বের করে তাদের শাস্তির ব্যবস্থার করা না হলে ভবিষ্যতে এরকম আরো ঘটনা ঘটতে থাকবে সতর্ক করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত