পানছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের উপজেলা শাখার ৬ষ্ঠ কাউন্সিল সম্পন্ন

Published: 09 Jun 2017   Friday   

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) এর অংগ সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ির পানছড়ি উপজেলা শাখার ৬ষ্ঠ কাউন্সিল শুক্রবার সম্পন্ন হয়েছে।


উপজেলার চেংগী ইউনিয়ন হলরুমে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক যুব ফোরাম পানছড়ি উপজেলা শাখার সভাপতি রুপায়ন চাকমার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিন্টু চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ কেন্দ্রীয় কমিটির সদস্য নতুন কুমার চাকমা, ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা কমিটির সদস্য বাবু মার্মা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা শাখার হিল উইমেন্স ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক অবনিকা চাকমা, পিসিপির পানছড়ি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সুকিরণ চাকমা প্রমূখ। এছাড়াও কাউন্সিলে উপস্থিত ছিলেন উপজেলার চেংগী ইউপি চেয়ারম্যান কাঁলা চাদ চাকমা, লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, লোগাং ইউপি’র সাবেক চেয়ারম্যান সমর বিকাশ চাকমা, চেংগী ইউপি’র সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা।


কাউন্সিলে পাহাড়ে অধিকার আদায়ের লক্ষে নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে ১মিনিট নিরবতা পালন করা হয়।এ সময় শোক প্রস্তাব পাঠ করেন মনোতোষ চাকমা। কাউন্সিল ১ম অধিবেশনে শুরুতেই দলীয় সংগীত পরিবেশন করেন হেমা চাকমা আর স্বাগতিক বক্তব্য দেন গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শান্তি ত্রিপুরা।


২য় অধিবেশনে পুরাতন কমিটি বিলুপ্ত করে কৃপায়ন চাকমাকে সভাপতি, মিন্টু চাকমাকে সাধারণ সম্পাদক ও সর মঙ্গল চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।নব কমিটির সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা। কাউন্সিল শেষে এক র‌্যালি হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে ইউপিডিএফ এর কেন্দ্রীয় সদস্য নতুন কুমার চাকমা বলেন, অধিকার প্রতিষ্ঠার জন্য আরো দুর্বার আন্দোলন করতে হবে। সমাজে দালাল, প্রতিক্রিয়াশীলরা থাকবে তাদেরকে প্রতিরোধ করে এগিয়ে যেতে হবে। সেই জন্য যেকোন পরিস্থিতি মোকাবেলা করে আন্দোলন জোরধার করতে হবে এবং এগিয়ে নিতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া উপায় নেই।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত