রোববার তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাঙালী ছাত্র পরিষদ

Published: 10 Jun 2017   Saturday   

রাঙামাটির লংগদুর ইউনিয়ন যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যার প্রতিবাদে ও হত্যাকান্ডে জড়িতদের শাস্তি এবং বাঙালিদের গণগ্রেপ্তার বন্ধসহ গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবীতে রোববার তিন পাার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। 

 

শনিবার পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য শাহাদাৎ ফরাজি সাকিবের স্বাক্ষরিত বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় এ হরতালের ঘোষনা দেয়া হয়েছে।

 

প্রেস বার্তায় উল্লেখ করা হয়,লংগদু`র যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যার প্রতিবাদে ও হত্যাকান্ডে জড়িতদের শাস্তি এবং নির্দোষ বাঙালিদের গণগ্রেপ্তার বন্ধসহ গ্রেপ্তারকৃত বাঙালিদের নিঃশর্ত মুক্তির দাবীতে রোববার তিন পাার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।


প্রেস বার্তায় আরো বলা হয়, ইতিপূর্বে একই দাবীতে অর্ধদিবস হরতাল আহবান করেছে। তবে গেল ৭ জুন লংগদুর মাইনীমুখ খালে অজ্ঞাতনামা একজন বাঙালীর লাশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এই হরতালকে পূর্নদিবস হরতালের ঘোষণা করা হয়েছে। তিন পার্বত্য জেলার সকল প্রকার সাধারণ মানুষকে আগামিকালের হরতাল স্বতঃফ্রুত ভাবে পালনের প্রেস বার্তায় আহ্বান জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত