বান্দরবানে অর্ধ দিবস হরতাল পালিত

Published: 11 Jun 2017   Sunday   

বান্দরবানে রোববার অর্ধ দিবস হরতাল পালন করেছে পার্বত্য বাঙ্গালীদের কয়েকটি সংগঠন।

 

লংগদু উপজেলার ইউনিয়ন যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যার প্রতিবাদে ও হত্যাকান্ডে জড়িতদের শাস্তি এবং বাঙালিদের গণগ্রেপ্তার বন্ধসহ গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবীতে এ হরতালের ডাক দেওয়া হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই হরতাল পালিত হয়েছে।

 

রোববার সকাল থেকে দুপুর ১২ পর্যন্ত বান্দরবান রাঙামাটি রুটে সরাসরি কোনো যান চলাচল করেনি। জেলা শহরের বাস ষ্টেশন থেকে সকাল নয়টার পর চট্টগ্রাম ও কক্সাবাজারের উদ্দেশ্যে সরাসরি যান চলাচল শুরু হয়। সকাল নয়টার পর শহরের ভিতরে স্বাভাবিক নিয়মে যান চলাচল শুরু হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিরাপত্তা জোরদার করতে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। সকাল থেকে রাস্তায় কোনো পিকেটার পিকেটিং করেনি।

 

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিক উল্লাহ জানান, অপ্রীতিকর ঘটনা ছাড়াই অর্ধ দিবস হরতাল পালন করেছে হরতালকারীরা। নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ মোতায়েন ছিল।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত