রাঙামাটিতে পাহাড় ধসে মাটি চাপা পড়ে দুই শিশুর মৃত্যূ

Published: 12 Jun 2017   Monday   

রাঙামাটিতে পৃথক দুটি স্থানে সোমবার অতিবৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে গিয়ে মাটি চাপা পড়ে দুই শিশুর মৃত্যূ হয়েছে। তারা হল নাঈমা আক্তার(৫) ও রমজান আলী(৪)।

 

জানা যায়, রাঙামাটিতে অতি বৃষ্টিপাতের কারণে সোমবার সকালের দিকে শহরের পুলিশ লাইন হাসপাতাল এলাকায় পাহাড়ের মাটি ধসে টিউভওয়েল মেরামতের মেকানিক শাহজাহানের বসত বাড়ীতে পড়ে যায়। এতে তার ৫ বছরের শিশু কন্যা নাঈমা আক্তার মাটির নিচে চাপা পড়ে। পরে এলাকায় লোকজন চাপা পড়া মাটি থেকে শিশুটিকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে বাড়ীতে থাকা পরিবারের অন্য সদ্যরা বেরিয়ে আসতে সক্ষম হয়।খবর পেয়ে রাঙামাটি সদর উপেজলা নির্বাহী কর্মকর্তা সুমনী আক্তার ও প্রশাসনের কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


এদিকে গত কয়েক দিনে অতিবৃষ্টিপাতের কারণে রাঙামাটি শহরের পাহাড়ের পাদদেশে ঝুকিপূর্ন অবস্থায় বসবাসরত লোকজনদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে উপজেলা প্রশাসন গতকাল থেকে মাইকিং শুরু করেছে বলে জানিয়েছেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনী আক্তার।


এদিকে কাপ্তাইয়ের নতুন বাজারের কার্গো নিচের এলাকায় পাহাড় ধসে মাটি চাপা পড়লে রমজান আলী নামের ৪ বছরের এক শিশু আহত হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যূ হয় বলে জানা গেছে। তার পিতার নাম মো: সেলিম।


কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর নূর জানান, বাড়ীর উপর মাটি ধসে পড়ে চার বছরের এক শিশুর মৃত্যূ হয়েছে বলে শুনেছি। তবে তিনি বিস্তারিত জানাতে পারেননি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত