বিএনপির মহাসচিবের গাড়ী বহরের উপর হামলায় রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

Published: 18 Jun 2017   Sunday   

রাঙামাটি ক্ষতিগ্রস্তদের সহায়তা ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিএনপি’র মহাসচিবের গাড়ীতে কাপ্তাই আসার পথে রোববার দুর্বত্তরা হামলা করেছে। এসময় দুর্বৃত্তরা ত্রাণ সামগ্রি ও টাকা ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ করেছে বিএনপি। এদিকে, ঘটনার প্রতিবাদে বিএনপি বিক্ষোভ-সমাবেশ ও সাংবাদ করেছে জেলা বিএনপি।


জেলা বিএনপির সভাপতি শাহ আলম অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রেসিডিয়াম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রাঙ্গুনিয়া হয়ে রাঙামাটিতে পাহাড় ধসে ঘটনায় ক্ষতিগ্রস্থদের জন্য ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ নিয়ে আসছিলেন। এসময় রাঙ্গুনিয়া এলাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর গাড়ী বহরের পৌছলে দুর্বৃত্তরা হামলা ও ত্রাণ ছিনতাই করে।


এ ঘটনার প্রতিবাদে রোববার জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি শাহ আলম। বক্তব্যে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক দীপেন দেওয়ান, বিএনপির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সহ-সাধারন সম্পাদক লেঃকর্নেল(অবঃ) মনীষ দেওয়ান, সংগঠনের জেলা শাখার সাধারন সম্পাদক দীপন তালুকদার, মামুনুর রশীদ মামুন,সাইফুল ইসলাম ফনির ও আবু সাদাৎ মোহাম্মদ সায়েম।


এর আগে একটি বিক্ষোভ-মিছিল বনরুপা থেকে শুরু করে কাঠালতলীস্থ সংগঠনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সংবাদ মন্মেলন করা হয়।


সমাবেশে বক্তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমের গাড়ী বহরের উপর হামলা ও ত্রাণ ছিনতাইয়ের তীব্র প্রদিবাদ নিন্দা জানিয়ে বলেন, বিএনপির মানবতা সেবার জন্য এখানে ত্রাণ বিতরণ করতে এসেছে। এখানে রাজনীতি করতে আসেনি। বক্তারা অবিলম্বে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরনের দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত