রামগড়ে পাহাড় ধসে মাটি চাপায় দুই সহোদর নিহত

Published: 19 Jun 2017   Monday   

খাগড়াছড়ির রামগড়ে রোববার ভোরে পাহাড় চাপায় দুই সহোদর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রামগড়ের পাতাছড়া ইউনিয়নের দুর্গম বুদম ছড়া এলাকায়। নিহতরা হলো বুদম ছড়া গ্রামের বাসিন্দা মো.মোস্তফা মিয়ার সন্তান নূরনবী (১৪) ও নূর হোসেন (১০)।


পুলিশ জানায়, প্রবল বর্ষণের সময় ভোর সাড়ে ৫টায় পাহাড়ের ধস এসে পড়ে মো.মোস্তফার বাড়ির ওপর। এতে তিনি, তাঁর স্ত্রী ও অপর দুই সন্তান রক্ষা পেলেও নূর হোসেন ও নূরনবী ঘুমন্ত অবস্থায় পাহাড় চাপায় মরা যায়। মো.মোস্তফা জানান, তাঁর মাটির ঘরটি একদম মাটির সঙ্গে মিশে গেছে। এসময় তাঁর গবাদিপশু ও হাঁসমুরগীসহ অন্যান্য জিনিসপত্রও ক্ষতিগ্রস্থ হয়েছে।


রামগড় উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আল মামুন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিঅআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত