পাহাড় ধসে ভেদভেদী ও মোনঘর এলাকায় নিহতদের সাপ্তাহিক পূন্যানুষ্ঠান অনুষ্ঠিত

Published: 20 Jun 2017   Tuesday   

গেল ১৩ জুন রাঙামাটি শহরের ভেদভেদীর যুব উন্নয়ন বোর্ড এলাকা ও মোনঘর এলাকায় পাহাড় ধসের নিহতদের উদ্দেশ্য বুধবার দুটি বৌদ্ধ মন্দিরে সাপ্তাহিক পূন্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শহরের ভেদভেদি যুব উন্নয়ন বোর্ড এলাকায় পাহাড় ধসে নিহত ১৮ জন পাহাড়ীর সাপ্তাহিক গণ পূন্যানুষ্ঠানের আয়োজন করেন ভেদভেদী এলাকার স্থানীয় লোকজন। ভেদভেদীর সংঘরাম বৌদ্ধ বিহারে পূন্যাষ্ঠানে ধর্মদেশনা শ্রীমৎ শ্রদ্ধালংকার মহাস্থবির। এসময় বক্তব্যে দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা,পার্বত্য নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, সাবেক পার্বত্য উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, নিহত সোনালী চাকমার স্বামী জীবন মিত্র চাকমা প্রমুখ। অনুষ্ঠানে  নিহতের আত্বীয়-স্বজন ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

এছাড়া পাহাড় ধসে মোনঘর এলাকায় নিহত মিলি চাকমা ও ফেন্সি চাকমার সাপ্তাহিক পুন্যানুষ্ঠান মিলন বিহার বৌদ্ধ মন্দিরে অনুষ্ঠিত হয়। এতে নিহতদের আত্বীয়-স্বজন ও এলাকার লোকজন অংশ গ্রহন করেন।

 

এসব  সাপ্তাহিত পুন্যানুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধ মূর্তি দান ও নানাবিধ দান, নিহতদের আত্নার প্রতি সৎগতি মঙ্গল কামনাসহ ইত্যাদি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত