পাড়াড় ধসে জুরাছড়িতে নিহত পরিবারকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ত্রাণ বিতরণ

Published: 22 Jun 2017   Thursday   

পাড়াড় ধসে রাঙামাটির জুরাছড়িতে নিহত পরিবারকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।

 

নিহত ব্যক্তির স্বজনদের মাঝে  নগদ টাকা বিতরন  কালে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা,রাঙামাটি জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য বন বিহারী চাকমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রবর্তক চাকমা, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি চারুবিকাশ চাকমাসহ মৃতদের স্বজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

বিতরনকালে জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন, প্রাকৃতিক দুর্যোগময় পরিবেশে পাহাড়ী এলাকার মাটি অত্যন্ত নাজুক অবস্থা, তাই তিনি সকল দুর্যোগ  মোকাবেলায় এলাকার সকল ব্যক্তিদেরকে সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহবান জানান।  এর আগে সকালে ১নং ইউনিয়নের শিলছড়ি এলাকায় দুর্যোগে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন।

 

উল্লেখ্য, গেল  ১৩ জুন জুরাছড়ি উপজেলায় পাহাড় ধসে ১নং ইউনিয়নে ৩ জন ও  ৩নং ইউনিয়ন ১ জন এবং চার নং ইউনিয়ন ২ জন মোট ছয় জন মারা যান। তারা হলেন ১নং ইউনিয়নের সতীশচন্দ্র, পিতা:অজ্ঞাত(৫০), গ্রাম- পেকপাড়া,কুসুমছড়ি,  চিত্রাঙ্গন মুখী চাকমা, (৫০) স্বামী:লুসাইমনি চাকমা,গ্রাম-লুলাংছড়ি,গন্ডছড়া,বিশ্বমনি চাকমা(১০) পিতা:সুজন চাকমা,গ্রাম লুলাংছড়ি, ৩ নং মৈদং ইউনিয়নের হ্যাপি তঞ্চঙ্গা(০৫),পিতা-মরত্যাত্তে তঞ্চঙ্গা,গ্রাম:মানিকছড়ি, এবং চার নং দুমদুম্যা ইউনিয়নের চিয়ং চাকমা(১৮), পিতা- রজনী মোহন চাকমা, গ্রাম-আদিয়াবছড়া ও চিবে চোখা চাকমা(১৭)পিতা-বিরবাহু চাকমা গ্রাম- আদিয়াবছড়া।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত