খাগড়াছড়িতে প্রাথমিক স্কুলের শারীরিক শাস্তি প্রতিরোধ বিষয়ক কর্মশালা

Published: 22 Jun 2017   Thursday   

বৃহস্পতিবার খাগড়াছড়ি ৩০টি সরকারী প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে শারীরিক শাস্তি প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


সেভ দ্যা চিলড্রেন এর আর্থিক সহযোগিতায় পরিচালিত জাবারাঙ সমিতির উদ্যেগে শিশুর ক্ষমতায়ন প্রকল্পের আওতাধীন মহালছড়ি, গুইমারা, দীঘিনালা উপজেলার ২২ জুন খাগড়াছড়ির জাবারাং রিসোর্চ সেন্টারে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, শিশু ক্ষমতায়ন প্রকল্পের সমন্বয়ক মিসেস আনজুম বহ্নি চাকমা, দীঘিনালা উপজেলা প্রকল্পের কর্মকতা বিদ্যুত জ্যোতি চাকমা, মহালছড়ি উপজেলা প্রকল্পের কর্মকর্তা জয় মোহন চাকমা।


কর্মশালায় শিশুকারা, শিশুর বিকাশ, শিশু সুরক্ষা নীতিমালা ও শারীরিক শাস্তি সম্পূর্ণরূপে প্রতিরোধ বিষয়ে মত বিনিময় ও আলোচনা করা হয়। এ বিষয়ে প্রত্যেকটি স্কুলের শিক্ষককে সচেতন হওয়ার আহবান জানানো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিঅার.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত