ক্ষতি পূরণ ও দ্রুত নিরাপদ স্থানে পুর্নবাসনসহ তিনদফা দাবিতে বাসদের মানববন্ধন

Published: 22 Jun 2017   Thursday   

ক্ষতিগ্রস্থ ও ঝুঁকিপূর্ণ পরিবারকে ক্ষতি পূরণ, সরকারি উদ্যোগে দ্রুত নিরাপদ স্থানে পুর্নবাসনসহ তিনদফা দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেশ করেছে বাসদ(র্মাকসবাদী)।

 

জেলা প্রশাসন কার্যালয় চত্বরে সমাজতান্ত্রিক দল(মার্কসবাদী) রাঙামাটি জেলার উদ্যোগে মানববন্ধন, কর্মসূচি পালন করা হয়। মানবন্ধর চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ(র্মাকসবাদী) জেলা শাখার নেতা কমরেড কলিন চাকমা। মধুলাল চাকমার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় শিক্ষা ও গবেষণা সম্পাদক মুক্তা ভট্টার্চায, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম জেলার আহবায়ক ফজলে রাব্বী ও জেলার সদস্য সুনীল কান্তি চাকমা। এর আগে জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।


সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক সময়ে পাহাড় ধসে এ অঞ্চলের সর্বস্তরের মানুষ ভয়াবহ পরিস্থিতি ধৈর্য্যের সাথে মোকাবেলা করছে। পাহাড় ধসে মারা গেছে শতাধিক, এখনো উদ্ধার করা যায়নি অনেক লাশ। শত শত মানুষ আজ গৃহহীন অবস্থায় অমানবিক জীবনযাপন করছে। ফসল, ফলের বাগান ধ্বংসের সাথে সাথে শত শত মানুষের স্বপ্নের মৃত্যু হয়েছে। পাহাড় ধসের এ ভয়াবহ ঘটনাকে নিছক প্রাকৃতিক বিপর্যয় নয়। বিষয়টির সাথে রাষ্ট্রীয় নীতি ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি গভীরভাবে যুক্ত।

 

নেতৃবৃন্দ অবিলম্বে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ পরিবার গুলোকে ক্ষতি পূরণসহ সরকারি উদ্যোগে দ্রুত নিরাপদ স্থানে পুর্নবাসন করার দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত