পাহাড় ধ্বসের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মহিলাদের এ্যাকশান এইড ও গ্রীনহিলের ডিগনিটি কিটস্ বিতরণ

Published: 23 Jun 2017   Friday   

পাহাড় ধসের ঘটনায় রাঙামাটিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মহিলাদের স্বাস্থ্য ব্যবস্থ্যা সঠিক রাখার লক্ষ্যে এ্যাকশান এইড বাংলাদেশ ও বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহিলের উদ্যোগে শুক্রবার ইইএন-ডিগনিটি কিটস্ বিতরণ করা হয়েছে।


শুক্রবার রাঙামাটি শহরের ওমদামিয়া হিল প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে থাকা ৬০টি পরিবারের মহিলাদের মাঝে ইইএন-ডিগনিটি কিটস্ বিতরণ অনুষ্ঠান করেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। এসময় বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহিলের চেয়ারপার্সন টুকু তালুকদার, প্রজেক্ট ম্যানেজার লাল চুয়াক লিয়ানা পাংখোয়া, গ্রীনহীলের উপদেষ্টা সুনীল কান্তি দে, এ্যাকশান এইড বাংলাদেশ এর এম,ই,এ নবিউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।


বিতরণকালে জেলা প্রশাসক বলেন, রাঙামাটির পাহাড় ধসে দুর্গতদের সাহায্যে সকলেই এগিয়ে এসেছে। দুর্গতদের যে ক্ষতি হয়েছে তা হয়তো পুরণ করা সম্ভব নয়। তার পরও সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও কিছু কিছু এনজিও যেভাবে এগিয়ে এসেছে তা প্রশংসনীয়। এ্যাকশান এইড এর সহায়তায়, স্থানীয় এনজিও সংস্থা গ্রীণহিল মহিলাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যে কিটস্ বক্স বিতরণ করছে তা মহিলাদের অত্যন্ত উপকারে লাগবে বলে তিনি মন্তব্য করেন।


এ সময় গ্রীণহিলের চেয়ারপার্সন টুকু তালুকদার বলেন, পুরুষদের পাশাপাশি মহিলাদের বেশী করে স্বাস্থ্য সম্মত থাকা খুবই প্রয়োজন। তাই গ্রীনহিল দুর্গত মানুষের পাশে থেকে সহযোগিতা চালিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আশ্রয়কেন্দ্রের প্রতিটি মহিলার মাঝে স্বাস্থ্য সম্মত ইইএন-ডিগনিটি কিটস্ বিতরণ কালে মহিলাদেরকে তা সঠিকভাবে ব্যবহারের অনুরোধ জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত