পাহাড় ধসে নিহত পরিবারকে অর্থ সহায়তা বিএনপি`র,আওয়ামীলীগের ত্রাণ বিতরণ

Published: 23 Jun 2017   Friday   

পাহাড় ধসের ঘটনায় রাঙামাটি শহরের নিহত পরিবারকে শুক্রবার অর্থ সহায়তা দিয়েছে বিএনপি। 

 

শহরের ভেদভেদী ও শিমুলতলী এলাকায় পাহাড় ধ্বসে নিহত পরিবারের মাঝে নিহত প্রত্যেকে জন্য ৫ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করেন কেন্দ্রীয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মাহাবুবুর রহমান শামিম ও চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর। রাঙামাটি এসময় বিএনপি`র কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সহ-সম্পাদক দীপেন দেওয়ান,কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সহ-সম্পাদক  কর্নেল(অব:) মনীষ  দেওয়ান, জেলা বিএনপি’র সভাপতি শাহ আলম, সাধারন সম্পাদক দীপন তালুকদার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিতরণকালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মাহাবুবুর রহমান শামিম সরকার চরম উদাসিনতা কারণে রাঙামাটির পাহাড় ধসে মাটি চাপা পড়া লোকদের উদ্ধারে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, সরকারের ব্যর্থতার কারণে ১২০ জনের প্রাণ হানির ঘটনা ঘটেছে। তিনি পাহাড়ের এই দূর্যোগে পার্বত্য এলাকাকে দূর্গত এলাকা ঘোষণা করে রাষ্ট্রীয় শোক পালনে জন্য সরকারের প্রতি দাবী জানান।

 

আওয়ামীলীগের ত্রাণ বিতরণঃ
জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে পাহাড় ধসে ক্ষতিগ্রস্থদের মাঝে শুক্রবার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আওয়ামলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও সাবেক পার্বত্যমন্ত্রী দীপংকর তালুকদার ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেন। এসময় জেলা আওমীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত