পাহাড় ধসের ঘটনায় আশ্রয় কেন্দ্র পরিদর্শনে পার্বত্য নাগরিক কমিটি

Published: 23 Jun 2017   Friday   

পাহাড় ধসের ঘটনায় শুক্রবার রাঙামাটি শহরের ১৯টি আশ্রয় কেন্দ্র পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদের সাথে কথাবার্তা বলেছেন পার্বত্য নাগরিক কমিটির নেতৃবৃন্দ। 

 

পার্বত্য নাগরিক কমিটির সভাপতি গৌমত দেওয়ানের নেতৃত্বে রাঙামাটি শহরের ১৯টি আশ্রয় কেন্দ্রে পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ লোকজনদের সাথে কথা বলেন। এসময় কমিটির নিরুপা দেওয়ান, অঞ্জুলীকা খীসা,এ্যাডভোকেট সুস্মিতা চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।


পার্বত্য নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, পাহাড় ধসে প্রকৃত ক্ষতিগ্রস্থদের তালিকা করার জন্য কমিটি কাজ করে যাচ্ছে। এ বিষয়ে পার্বত্য নাগরিক কমিটির পক্ষ থেকে প্রকৃত তালিকাসহ একটি সুপারিশ সরকারের কাছে দেয়া হবে।


উল্লেখ্য, গত ১৩ জুন ভারী বর্ষনে রাঙামাটি শহরের ভেদভেদীর যুব উন্নয়ন বোর্ড এলাকা,মুসলিম পাড়া.শিমুলতলী এলাকা,সাপছড়ি,মগবান,বালুখালী এলাকায় এবং জুরাছড়ি,কাপ্তাই,কাউখালী ও বিলাইছড়ি এলাকায় ৫ সেনা সদস্যসহ ১২০ জনের মৃত্যূ হয়। এতে জেলায় ১৬শ থেকে ১৭ শ ঘরবাড়ি সম্পূর্ন ও আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। পাহাড় ধসের কারণে সারাদেশের সাথে সড়ক যোগযোগের এক সপ্তাহ বিচ্ছিন্ন থাকে। গত বুধবার এ সড়কে হালকা যানবাহনের জন্য খুলে দেয়া হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত