লংগদুতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ত্রাণ বিতরন

Published: 24 Jun 2017   Saturday   

রাঙামাটির লংগদু উপজেলায় পাহাড়ীদের বাড়ীঘরে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্থ ২শত ১৪টি পরিবারদের মাঝে শনিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা করেছে।

 

সকালে লংগদুর তিনটিলা বৌদ্ধ বিহারের আশ্রয় কেন্দ্রে থাকা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ ৫ হাজার টাকা ৩০ কেজি চাল, পড়নে কাপড় সহ অন্যান্য নিত্য ব্যবহার্য্যসামগ্রী বিতরণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

এ সময় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, জেলা পরিষদ সদস্য মোঃ জানে আলম, ৭নং লংগদু ইউপি চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা, ১নং আটারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা, ২৪নং মাইনীমুখ মৌজার হেডম্যান মানিক কুমার চাকমা, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম, জনসংহতি সমিতির সাধারণ সম্পাদক মনি শংকর চাকমা’সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

 

ত্রাণ বিতরণকালে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, লংগদুর পাহাড়ীদের বাড়ি ঘরে যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তা সভ্য সমাজে মেনে নেয়া যায়না। এই ঘটনায় জড়িত যারাই থাকুক অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। অপরাধীকে খুঁজে বের করে শাস্তির বিধান করতে সরকার প্রতিশ্রুতি বদ্ধ। তিনি বলেন, অগ্নিকান্ডে সাধারণ মানুষ যে ঘরবাড়ি হারা হয়েছে সরকার তাদের পুর্ণবাসনের পরিকল্পনা নিয়েছে।

 

তিনি বলেন, ইতিমধ্যে পার্বত্য মন্ত্রণালয় পুর্ণবাসন কাজে প্রক্রিয়া শুরু করেছে। অচিরেই তা শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। চেয়ারম্যান বলেন, ক্ষতিগ্রস্থ লোকজন যাতে পুনরায় স্বাভাবিক জীবন যাপন শুরু করতে পারে তার জন্য জেলা পরিষদ সহায়তার হাত অব্যাহত রাখবে। তিনি ক্ষতিগ্রস্থ লোকজনকে মনোবল সুদৃঢ় করে সামনের দিনগুলোকে ধৈর্য্যর সাথে মোকাবেলার আহবান জানান।

 

উল্লেখ্য, ১জুন খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইলের যৌথ খামার এলাকা থেকে রাঙামাটির লংগদু উপজেলা সদর ইউনিয়ন শাখার যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাড়ায় চালিম মোটর বাইক চালক নুরুল ইসলাম নয়নের লাশ উদ্ধার করা হয়। ওই দিন তিনি মোটরসাইকেলে যাত্রী নিয়ে লংগদু থেকে খাগড়াছড়ি যান। গত ২ জুন স্থানীয় বাঙালীরা নয়নের লাশ নিয়ে লংগদু সদরে মিছিল বের সময় তিনটিলা,পূর্ব ও পশ্চিম মানিকজোড় ছড়া ও বাত্যা পাড়া গ্রামে হামলা,লুটপাত ও অগ্নিসংযোগ চালানো হয়। এতে অন্ততপক্ষে দুই শতের অধিক ঘরবাড়ী আগুনে পুড়ে  যায় এবং গুনমালা চাকমা নামে এক বৃদ্ধ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যূ হয়। এ ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়। এতে গ্রেফতার করা হয় ২৪ জনকে গ্রেফতার করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত