রাঙামটিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মহিলাদের পাশে এ্যাকশান এইড ও গ্রীনহিল

Published: 24 Jun 2017   Saturday   

রাঙামাটিতে পাহাড় ধ্বসের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মহিলাদের স্বাস্থ্য ব্যবস্থা সঠিক রাখার লক্ষ্যে এ্যাকশান এইড বাংলাদেশ ও বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহিলের উদ্যোগে ইউএনএফপিএ-ডিগনিটি কিটস্ বিতরণ করা হয়। 

 

শনিবার রাঙামাটির সরকারী উচ্চ বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে থাকা ক্ষতিগ্রস্থ পরিবারের ১৩-৩৯বয়সের ৬০জন মহিলাদের মাঝে ইউএনএফপিও-ডিগনিটি কিটস্ বিতরণ করা হয়। কিটস্ বক্সগুলোতে রয়েছে স্যানিটারী ন্যাপকিন, স্যান্ডেল, সাবান, পেন্টি, ওড়না, মেক্সী, টচলাইট ও বালতি।

 

বিতরনী অনুষ্ঠানে রাঙামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী, বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহিলের চেয়ারপার্সন টুকু তালুকদার, গ্রীনহিলের নির্বাহী পরিচালক মংথোয়াই চিং মারমা, কন্সালটেন্ট সাংবাদিক সুনীল কান্তি দে, এ্যাকশান এইড বাংলাদেশ এর ম্যানাজার এএম নাসির উদ্দিন, ম্যানাজার উইমেন্স কাপাসিয়া ফিরোজ, সিনিয়র কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম, এম,ই,এ নবিউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত